'মোদের প্রাণ গাছের দান' পরিবেশ রক্ষার বার্তাই এবার পুজোর থিম শিলিগুড়ির এই পুজো মণ্ডপে

Durga Puja 2024: ‘মোদের প্রাণ গাছের দান’ পরিবেশ রক্ষার বার্তাই এবার পুজোর থিম শিলিগুড়ির এই পুজো মণ্ডপে

শিলিগুড়ি: পৃথিবীতে থেকে ধীরে ধীরে সবুজ কমে যাচ্ছে। যত পরিমাণে গাছ কাটা হচ্ছে সেই হারে লাগানো যাচ্ছে না বলে দাবি করেন বিজ্ঞানীরা। গাছ বা সবুজ শুধু মানুষের জন্য দরকার এমন নয়। বিশ্ব সংসারে যত প্রাণ আছে, দরকার সবার জন্য।

গাছ যে শুধু অক্সিজেন যোগায় তা নয়, কত পাখি, কত কত পতঙ্গের বাস এই গাছকে কেন্দ্র করে। দেবী শক্তির কাছে বসুন্ধরাকে সব সময় সবুজ রাখার প্রার্থনা নিয়ে নিজেদের থিম তৈরি করেছে রথখোলা নবীন সংঘ।এবছর তাদের থিম ‘মোদের প্রান গাছের দান’ ।

আরও পড়ুন: পিঁপড়ের উত্‍পাতে নাজেহাল? রান্নাঘর খাবার রাখাই দুষ্কর, ৪ সহজ টিপস্ জেনে নিন, আপনার বাড়িতে পিঁপড়ের ‘নো এন্ট্রি’ গ‍্যারান্টি

খুঁটি পুজোর মধ্য দিয়ে রথখোলা নবীন সংঘের সার্বজনীন দুর্গো পুজোর প্রস্তুতির সূচনা হল। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শিলিগুড়ির রথখোলা নবীন সংঘের সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো হয়। খুঁটি পুজোর সূচনা করেন পুজো কমিটির পুজো সম্পাদক জয়দীপ দাস, সভাপতি কৃষ্ণ দাস, ক্লাব সভাপতি শিবেশ লাহিড়ী ও ক্লাব সম্পাদক উৎপল পোদ্দার ।উপস্থিত ছিলেন ২২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপ্ত কর্মকার, বিশিষ্ট সমাজসেবী ধীমান বোস সহ কমিটির বাকি সদস্যরা।

এবছর ৫০ তম বর্ষে পদার্পণ করল রথখোলা নবীন সংঘের পুজো। এবারে তাদের থিম মোদের প্রান গাছের দান। পরিবেশ বাঁচান সমাজকে রক্ষা করুন এই বার্তাই থাকবে পুজো মণ্ডপে। তাদের পুজোর সকলের নজর কাড়বে আশাবাদী পুজো কমিটি উদ্যোক্তারা। রথখোলা নবীন সংঘের পুজো কমিটির সম্পাদক জয়দীপ দাস জানান, আমরা একটু ভিন্নমাত্রায় এবার পুজো উপহার দিতে চলেছি।

আরও পড়ুন: জন্মাষ্টমীর দিনেই ঘুরে যাবে ভাগ‍্যের চাকা! মঙ্গলের গোচরে ৫ রাশি জীবনে ধনসম্পদের বন‍্যা, ৪৫ দিনে কপাল খুলে যাবে

মোদের প্রান গাছের দান নাম এজন্যই দেওয়া হয়েছে যে, পরিবেশ রক্ষার বার্তা আমরা দিয়েছি এবারে পুজো থিমে। প্রতিবছরই আমরা আমাদের মন্ডপ থেকে সামাজিক বার্তা দিয়ে থাকি। সেই সঙ্গে প্যান্ডেল প্রতিমা আলো সজ্জার ও মিল থাকছে। পুজো নিয়ে থাকবে বিশেষ অনুষ্ঠানেও।

অনির্বাণ রায়