পুজোর উদ্বোধক সুচন্দ্রা

Durga Puja 2024: সেলিব্রেটি নয়, দুর্গাপুজোর উদ্বোধনে দৃষ্টান্ত স্থাপন জেলার পুজো কমিটির

কোলাঘাট : বাঙালির বড় উৎসব দুর্গাপুজো শুরু হয়েছে। শরতের আকাশে এখন উৎসবের রঙ। প্রকৃতি উৎসবের মেজাজে। দুর্গা পুজো মনে বর্তমান সময়ে থিমের চমকের পাশাপাশি উদ্বোধনেও একে অপরকে টেক্কা দিতে নানান সেলিব্রিটি ও রাজনৈতিক নেতা মন্ত্রীদের ডাক পড়ে। কিন্তু একেবারে ভিন্ন পথে হাঁটল একটি পুজো কমিটি। পুজোয় এক অভিনব মানবিক ভাবনা কোলাঘাট নতুন বাজার সংকেত ছাত্র সংঘের। তাদের পুজো উদ্বোধন করলেন এমন একজন যাকে একসময় ঠাট্টা বিদ্রুপ করত মানুষজন।

বারোমাসে তেরো পার্বণের অন্যতম বাঙালির শারদোৎসব আজ বিশ্ব ঐতিহ্য শিরোপায় গৌরবান্বিত। বিভিন্ন পুজো কমিটির দুর্গাপুজোর আয়োজনে নানা ভাবনা বিবিধ কর্মসূচি এবং শিল্পকলার উৎকর্ষতার জোয়ার বয়ে যায়। কোলাঘাটে বিরামহীন বয়ে চলা রূপনারায়ণ নদীর পাড়ে নতুন বাজার সংকেত ছাত্র সংঘের শারদোৎসব এই বছর ৫২ বছরে পদার্পণ করল। একদিন বিদ্রুপের পাত্রী হয়ে ওঠা সুচন্দ্রা আজ কোলাঘাটের সংকেতের শারদোৎসবের উদ্বোধক।

আরও পড়ুন : মায়ের অপমানের কষ্ট দূর করতেই শুরু পুজো, প্রাচীন শারদো‍ৎসবের বয়স পেরিয়েছে ৪০০ বছর

সুচন্দ্রা সামন্ত, বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকের নিশ্চিন্তবসান এলাকায়। জন্ম থেকেই অ্যাকন্ড্রোপ্লাসিয়া (বামনতা) ব্যাধিতে আক্রান্ত। হাত পা সহ সারা শরীরের গড়ন ছিল অস্বাভাবিক। হাঁটাচলা, দাঁড়ানো কিছুই করতে পারত না সে। নিত্যজীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যাঙ্গ বিদ্রুপ তুচ্ছ তাচ্ছিল্যের মধ্য দিয়েই সুচন্দ্রার বেড়ে ওঠা। বাবা মা’র অদম্য লড়াই। শরীরে নয়বার অস্ত্রোপচার ও ধারাবাহিক চিকিৎসার উপর নির্ভর করেই সুচন্দ্রার বেঁচে থাকা। এরমধ্যেই কঠিন অধ্যবসায় নিষ্ঠাসহকারে পড়াশোনা করে নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তমলুক মেডিক্যাল কলেজে ডাক্তারিপড়াশোনার সুযোগ একরকম ছিনিয়ে নেয় বলা যায়।

আরও পড়ুন : পুজোর খরচ কমিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল পুজো কমিটি

চলতি বছর ১ অক্টোবর থেকে ডাক্তারি পড়াশোনা শুরু করে জীবন সংগ্রামে এক দৃষ্টান্ত স্থাপন করা, এই সুচন্দ্রাকে দিয়েই মঙ্গল দ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কোলাঘাট নতুন বাজার সংকেত পুজো কমিটি তাদের ৫২ তম বর্ষে শারদোৎসবের সূচনা করলেন। সুচন্দ্রার মত অনেকেই স্বাভাবিকভাবে বেঁচে থাকার লড়াইয়ে নিমজ্জিত। তাদের প্রেরণা জোগাতে, উৎসাহ দিতে সুচন্দ্রাকে দিয়েই পুজোর উদ্বোধনের ভাবনা মাথায় এসেছে বলে জানা যায় পুজো উদ্যোক্তাদের কাছে।

সৈকত শী