গাড়ির যন্ত্রাংশের দখলে রাস্তা।

West Bardhaman News: গাড়ির বদলে রাস্তা দখল করেছে গাড়ির যন্ত্রাংশ! পুরানো জিটি রোড কার্যত গলি হতে বসেছে

পানাগড়, পশ্চিম বর্ধমান : গাড়ি চলাচলের রাস্তা দখল করে নিয়েছে গাড়িরই যন্ত্রাংশ। এমন অবস্থা হয়েছে যে, পুরানো জিটি রোড কার্যত সরু গলি হতে বসেছে। ছোট গাড়ি চালক থেকে সাধারণ মানুষ, চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছেন সকলে। অথচ একশ্রেণীর ব্যবসায়ী সেসবের তোয়াক্কা না করে রাস্তা দখলের খেলায় মেতে উঠেছেন। বারবার সচেতন করেও কোনও লাভ হয় না।

পানাগড় বাজারের পুরানো জিটি রোড। একসময় এটাই ছিল জাতীয় সড়ক। এখানে যানজট ছিল প্রত্যেক দিনের ঘটনা। জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ব্যবসায়ীদের অন্যত্র যাওয়ার আবেদন জানানো হয়। কিন্তু নাছোড়বান্দা ব্যবসায়ীরা জায়গা ছাড়তে চাননি। অবশেষে জাতীয় সড়ক সংস্কারের সময় তৈরি করা হয় বাইপাস। তাতে পোয়াবারো হয়ে ওঠে ওই সমস্ত ব্যবসায়ীদের। যার ফল স্বরূপ দখলদারির জেরে সংকীর্ণ হয়ে উঠেছে রাস্তা।

আরও পড়ুন : ঘরে বসেই হবে জটিল কাজ, ‘দুয়ারে লাইসেন্স’-এর বিরাট ব্যবস্থা জেলায়! জানুন

পানাগড় বাজারে ঢুকলেই দেখা যাবে রাস্তা দখল করে দু’পাশে রাখা রয়েছে গাড়ির যন্ত্রাংশ। বাজারের ফুটপাত দখল হয়ে গিয়েছে। অন্যদিকে পুজোর সময় বাজারে মানুষজনের ভিড় বাড়ছে। আনাগোনা বাড়ছে বিভিন্ন ছোট গাড়ি, অটো, টোটোর। কিন্তু রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ার ফলে এই সমস্ত গাড়ি চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সাধারণ মানুষ চলাচল করতে গিয়ে বিপদের আশঙ্কা করছেন।

আরও পড়ুন : গ্রামীণ হাসপাতালে ঝামেলা এড়াতে পদক্ষেপ! চিকিৎসক, নার্সদের নিরাপত্তার দিকে নজর

বাজার কমিটির সদস্যরা বলছেন, বারবার ব্যবসায়ীদের সতর্ক করা হয়। হয়তো সকালের দিকে দেখা যায় তারা রাস্তা থেকে মালপত্র সরিয়ে নিয়েছেন। কিন্তু সন্ধ্যেবেলায় আবার ফিরে আসে আগের ছবি। তাই প্রশাসন কড়া মনোভাব না নিলে এই ছবির বদল করা যাবে না বলেই তাদের ধারণা। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন, পুরো বিষয়টির উপর নজর রয়েছে। অন্যদিকে স্থানীয় মানুষজন বলছেন, যেভাবে রাস্তা দখল হয়ে যাচ্ছে, প্রশাসন শক্ত হাতে তা দমন না করলে পরিস্থিতি আরও খারাপ হবে।

নয়ন ঘোষ