২১ ফুটের বড়মা দর্শন এবার শিলিগুড়ির পুজো মণ্ডপে! হয়ে গেল কাঠামো পুজো

Siliguri Boroma: ২১ ফুটের বড়মা দর্শন এবার শিলিগুড়ির পুজো মণ্ডপে! হয়ে গেল কাঠামো পুজো

শিলিগুড়ি: দক্ষিণবঙ্গের নৈহাটির বড়মার দর্শন এবার শিলিগুড়ির পুজো মণ্ডপে। প্রতিবছর হাজার হাজার লোক নৈহাটিতে গিয়ে থাকেন বড়মার দর্শনে, তবে এমন অনেকেই রয়েছে যাদের মনে ইচ্ছে থাকলেও তাঁরা বড়মার দর্শনে যেতে পারেন না। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ।

তাই এবার দক্ষিণবঙ্গের নৈহাটির বড়মার আদলে উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রতিমা গড়ে তুলতে চলেছে শিলিগুড়ির ৩৯ নাম্বার ওয়ার্ডের হায়দার পাড়ার মহামায়া স্পোর্টিং ক্লাব। এবছর তাদের ৪৫তম বর্ষের শ্যামা পুজোর থিম নৈহাটির বড়মা। গত বছর থেকেই তারা এই বড়মার পুজো শুরু করেছিল। এ বছর বড়মা পুজোর দ্বিতীয় বর্ষ।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ! বর্ষার ‘আসল খেলা’ শুরু হবে এইদিন থেকে! ভাসবে কোন কোন জেলা? জানিয়ে দিল হাওয়া অফিস

কাঠাম পূজোর মধ্যে দিয়ে বড়মার পুজোর সূচনা হয়ে গেল মহামায়া স্পোর্টিং ক্লাবে। নৈহাটির বড়মার মূর্তির উচ্চতা ২১ ফুট। সেই মাপেই এখানেও মূর্তি গড়ার কাজ চলছে। তিনি এখানে দক্ষিণাকালী রূপে পুজিত হবেন৷ কাঠাম পুজো ইতিমধ্যেই শেষ হয়েছে।

এরপর শিলিগুড়ির মৃৎশিল্পীরা তৈরি করবেন ২১ ফুট লম্বা ও ২০ ফিট চওড়া বড়মার প্রতিমা। মায়ের সমস্ত অলংকার পিতলের হবে এবং সেই সমস্ত গয়না গতবছর কলকাতার দত্তপুকুর থেকে আনা হয়েছিল। চার দিন ব্যাপী এই কালী পুজোয় এবার সকলের মন হয় করে নিতে পারবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন: YouTube-এ ভিডিও বানিয়েই রোজগার হবে লাখ লাখ টাকা! কত সাবস্ক্রাইবার চাই? এই কাজ করলে তবেই আসবে টাকা, এখনই শিখে নিন

এদিন পুজো উদ্যোক্তা বিশাল দত্ত জানান, ” বহু সাধারণ মানুষের ইচ্ছে থাকে বড়মার দর্শন করার, তবে অনেকের জন্যই তা সম্ভব হয়ে ওঠেনা, সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করেই তাদের এই ভাবনা।” পাশাপাশি তিনি আরও জানান, গত বছরের মত তারা আশাবাদী তাদের বড়মায়ের এই প্রতিমা এবছর দার্জিলিং জেলা-সহ শিলিগুড়িবাসীর মন জয় করে নিতে পারবে।” ওয়ার্ডের কাউন্সিলর দুলাল দত্ত বলেন, ‘এবছর এই বড়মার পুজোর দ্বিতীয় বর্ষ। আশা করছি এবারও সকলের মন জয় করে নিতে পারব আমাদের পুজোয়।’

অনির্বাণ রায়