রামনবমী গোশালা

Ram Navamai 2024: পুণ্যতিথিতে সাজো সাজো রব, রামনবমীর প্রস্তুতি তু্ঙ্গে পুরুলিয়ার এই মন্দিরে

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জেলা পুরুলিয়াতেও রামনবমীর জন্য চলছে বিশেষ প্রস্তুতি। পুরুলিয়ার শহরের মধ্যে অন্যতম গোশালা মন্দির। এই মন্দিরে নিত্যপুজো হয় রামদূত শ্রী হনুমানের। বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে। এ বছরও রামনবমী উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে গোশালা মন্দিরে।

এ বিষয়ে মন্দিরের পূজারী জগদীশ লাটা বলেন, ‘‘রামনবমীকে কেন্দ্র করে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। যেখানে বহু মানুষ পা মেলাবেন। এছাড়াও এইদিন হনুমান মন্দিরে ঝান্ডা পুজোর একটি বিশেষ রীতি প্রচলিত আছে। ‌ রামভক্তরা এই দিন বজরংবলী মন্দিরে এসে ঝান্ডা পুজো করিয়ে নিয়ে যায় এবং সেই ঝান্ডা তারা নিজের নিজের বাড়িতে রাখেন বাড়ির মঙ্গল কামনায়।’’

আরও পড়ুন : ‘হিংসা চাই না, শান্তিতে ভোট দিতে চাই!’ ভোটের মুখে গান বাঁধলেন এই বাউলশিল্পী

রামনবমী হল রামের আবির্ভাব দিবস। চৈত্রমাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে প্রভু শ্রী রামের জন্ম হয়েছিল বলে প্রচলিত বিশ্বাস।  পুরুলিয়া শহরের গোশালা মন্দিরও তাই সেজে উঠেছে রামনবমী উপলক্ষে।