ছাগল চুরি করতে গিয়ে সোজা বনদফতরের হাতে Python - Photo- Youtube Video Grab

Jalpaiguri News: এ কেমন ট্র্যাপ! ছাগল চুরি করতে এসে কে ধরা পড়ে গেল, তুমুল আলোড়ন

‌‌জলপাইগুড়ি:  ছাগলের লোভে লোকালয়ে এসে বনকর্মীদের জালে পাকড়াও বিশালাকার অজগর। অজগর দেখতে বহু মানুষের ভিড় জমান।লোকালয় থেকে বিশালাকার অজগর উদ্ধার।

ছাগলের লোভে শুক্রবার দুপুরে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার সোনাখালি সংলগ্ন চামরাগুদাম এলাকার লোকালয়ে হাজির হয় অজগরটি। জানা গিয়েছে, এলাকার এক চা বাগানে আশ্রয় নিয়েছিল অজগরটি।

আরও পড়ুন – Mahadev Mandir: হর হর মহাদেব, এক বিরল রূপে এই মন্দিরে পুজো পান শিব, জানুন মাহাত্ম্য

খাবারের লোভে এদিন অজগরটি একটি ছাগলকে আক্রমণ করে মেরে ফেলে। এরপর স্থানীয়দের নজরে আসে অজগরটি। খবর চাউর হতেই এলাকায় ভিড় জমায় প্রচুর মানুষ।

খবর দেওয়া হয় বন দফতর এবং পরিবেশপ্রেমী দের। খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় পরিবেশপ্রেমী অনিকেত চক্রবর্তী এবং বনকর্মীরা। অনিকেত চক্রবর্তী এবং বন কর্মীরা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় প্রায় ১২ ফুটের অজগরটিকে বাগে আনে।এর পর ওই এলাকা থেকে অজগরটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

Surajit Dey