বাংলার বাগদা,গলদা গুণগত মান পরীক্ষা

North 24 Parganas News: বাংলার বাগদা,গলদা রফতানির আগে গুণগত মান পরীক্ষা বসিরহাটে

বসিরহাট: বাংলার বাগদা,গলদা রফতানির আগে গুণগত মান পরীক্ষা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার একটা বড় অংশজুড়ে মাছ চাষের জন্য গুরুত্বপূর্ণ। এলাকায় কয়েক হাজার হেক্টর জায়গা জুড়ে মাছ চাষ হয়। বসিরহাট মহাকুমার বেশ কিছু অংশ সুন্দরবন এলাকায় মধ্যেও পড়ে। স্বাভাবিকভাবে উন্নত মাছ চাষের কদর বসিরহাটে প্রসিদ্ধ। এবার মাছ চাষের পদ্ধতি পরিদর্শনে ইউরোপ থেকে প্রতিনিধি দল বসিরহাটে।

আরও পড়ুন:  ফুল নয় এই গাছের পাতা থেকে আয় করতে পারবেন লাখ লাখ টাকা!

এলাকায় মূলত বাগদা, গলদা, ভেনামি চিংড়ি সহ একাধিক মাছ চাষে চাষীদের পদ্ধতিতে পরিদর্শনে আসেন ইউরোপ মহাদেশের রুমেনিয়া থেকে প্রতিনিধি দল। বসিরহাটের আন্দুলপোতা, হাড়োয়া সহ বিভিন্ন এলাকায় মাছ চাষের পদ্ধতি, বাস্তুতন্ত্রের ফাইটোপ্লাংটন, জুপ্লাংটন সহ মাছের গুণাগতমান পরখ করেন। পাশাপাশি মাছেদের খাদ্য, গতিবিধি, মাছ ধরার পদ্ধতি, সহ একাধিক বিষয়ে এলাকার মাছ চাষীদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন:  গাড়ি ছেড়ে, পরিবেশ বান্ধব ই-সাইকেল চালিয়েই বিধাননগরে টহল দেবে পুলিশ! অভিনব উদ্যোগ

মূলত জেলায় উৎপাদিত মাছ বিদেশে রফতানি হলেও এর আগে চাষীদের বৈদেশিক ব্যবসায়িক প্রতিষ্ঠানদের সঙ্গে তেমন সরাসরি যোগাযোগ ছিল না। এবার রফতানিকৃত মাছের বৈদেশিক কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ মাছ চাষীদের। এর ফলে একদিকে যেমন মাছ চাষীদের চাষের প্রতি আগ্রহ বাড়বে, তেমনি বেশি পরিমাণে মাছের উৎপাদন বৃদ্ধি হবে বলে মনে করছেন এলাকার মাছ চাষিরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

জুলফিকার মোল্যা