Lok Sabha Elections 2024: ভোটে জিতে লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে কী পাঠাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়?

হুগলি: গতকালই ভোটে জয়লাভ হয়েছে। টাফ ফাইট দিয়ে হুগলি লোকসভায় পদ্ম ফুল সরিয়ে ঘাসফুল ফুটিয়েছেন সেলিব্রেটি প্রার্থী বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরের দিনেই বুধবার চুঁচুড়ার ওলাইচন্ডী তলা মন্দিরে গিয়ে প্রণাম করলেন হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রচনার শাশুড়ি প্রয়াত হয়েছেন কয়েক দিন আগে। তাই তিনি পুজো দিতে পারেননি। মন্দিরে ঠাকুর প্রণাম করেছেন।

রচনা বন্দ্যোপাধ্যায়কে হুগলির সাত লক্ষের বেশি মানুষ ভোট দিয়েছেন। ভোটের ফ্যাক্টরে যে সমস্ত বিষয়গুলি রচনা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কাজ করেছে তার মধ্যে অন্যতম একটি সোশ্যাল মিডিয়াম মিম তাই যারা মিম তৈরি করেছেন তাদের কেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই আত্মবিশ্বাস বাড়িয়েছে এমন কথা জানান সাংসদ। একই সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী ও বিদায়ী সংসদ বিজেপির তারকা লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে এক হাড়ি সিঙ্গুরের দই পাঠিয়ে দেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুনSatabdi Roy: জয়ের পর অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে দিল্লি যাবেন শতাব্দী রায়

রচনা আরও জানান, সেলেব সাংসদরা কী কাজ করে এবার দেখুন। তিনি নিজেও হুগলিবাসীর জন্য কাজ করবেন। যে সমস্ত মানুষ তাদেরকে ভোট দিয়ে জয় লাভ করিয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যদিকে যারা তার বিপক্ষে ভোট দিয়েছেন তাদেরকেও প্রতিশ্রুতি দেন যে আগামী নির্বাচনে তারা ঘাসফুলের পাশেই থাকবে। প্রচার পর্ব সেরে জয়লাভের পর এবার মাঠে ময়দানে কাজ করার পালা নবনির্বাচিত সেলিব্রেটি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবার তার কাজের দিকে তাকিয়ে রয়েছে গোটা হুগলি।

রাহী হালদার