সোশ্যাল মিডিয়ার মিম ক্রিয়েটর দের নিয়ে কি বলছেন রচনা

TMC Rachana Banerjee: ভোটে দাঁড়াতেই মিমের শিকার ‘দিদি নম্বর 1’! পাল্টা জবাব নয়, বড় বার্তাতেই মন জয় রচনার

হুগলি: ভোটের বাজারে যখন সরগরম রাজ্য রাজনীতি সেই সময় হুগলি লোকসভা কেন্দ্র তৃণমূলের প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। রচনা বন্দ্যোপাধ্যায় তার প্রচারে বেরিয়ে কখনও দই খেয়ে সিঙ্গুরের গরু বা ঘাসের প্রশংসা করেছেন, কখনও গরম ঘুগনি খেয়ে তারিফ করেছেন। আবার কখনও আলুপোস্তা খেয়ে বাহবা দিয়েছেন। সেই সব নিয়ে মিম হতে বেশি সময় লাগেনি। সেই মিম নিয়ে তিনি বলেছেন, “আমি যা বলি তাই মিম হয়ে যায়।”

আজ তাকে নিয়ে মিম করাকে সমর্থনই করলেন। মঙ্গলবার ভোটের প্রচার করতে রচনা বন্দ্যোপাধ্যায় আসেন সপ্তগ্রাম বিধানসভা এলাকায়। মগরার খেজুরিয়ায় প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগে হাসিটা ছিল দারুণ এখন হাসিটা শুনে লোকে বলে পাগল! মিম যারা করে তাদের আমি সাপোর্ট করি। যে কোনও প্রচারই তো প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ে না মানুষ আমি তো নগন্য।”

আরও পড়ুনঃ হাঁসফাঁস গরমে নাজেহাল অবস্থা! ভয়ঙ্কর পরিস্থিতি জেলায় জেলায়, আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে আবহাওয়া? জানুন

.হুগলির তৃণমূল প্রার্থী আরও বলেন, আমি ভীষন পজিটিভ মাইন্ডের মানুষ। মিম করাকেও পজিটিভ দেখি, নেগেটিভ কিছু দেখি না। কারণ যারা এই ধরনের মিম করে তাদেরও লাইক সাবস্ক্রাইবার দরকার। এটা তাঁদের রুজি রোজগার। তাই আমি সাপোর্ট করি।” জয়ের ব্যাপারে ১০০% শতাংশ নিশ্চিত রচনা। তাই কোনও টেনশন নেই। তিনি বলেন, আমার বিশ্বাস বিশ্বাসে মিলায় বস্তু, তারপর তো উপরওয়ালার খেলা।

রাহী হালদার