প্রতিকী চিত্র 

Lok Sabha Election 2024: কেন তিনি প্রার্থী হয়েছেন? কী তাঁর লক্ষ্য? প্রচারে এসে হঠাৎ সব বললেন রচনা

হুগলি: পাখির চোখ লোকসভা নির্বাচন ২০২৪। নির্বাচনে প্রকাল্লে নিজেদের দলীয় প্রচার করতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারে নেমে বিরোধীদলের প্রার্থীদের প্রতি কাদা ছোড়াছুড়ি তা রাজনীতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে এসবের থেকে একদম বিপরীত হুগলি লোকসভা কেন্দ্র। সেখানে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বিশ্বাস রাখছেন মানুষের ভালবাসার উপরেই।

হুগলি লোকসভায় বিদায়ী সংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায়। যিনি একসময় রচনার সঙ্গে সহকর্মী ছিলেন। গত লোকসভা নির্বাচনে জয় লাভ করেন বিজেপির টিকিটে। এই বার আবারও পদ্ম প্রার্থী লকেট। তবে এবারের লড়াই সমানে সমানে, কারণ জোড়াফুলের মাস্টার স্ট্রোক দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – সব রেকর্ড ভেঙে দেবে তাপমাত্রা? রাজ্যে তাপপ্রবাহে কী হবে এই সপ্তাহে? ভাবতেও পারছেন না

আরও পড়ুন -২৫ হাজার চাকরি বাতিল! ফেরত দিতে হবে বেতনও, হাইকোর্টের এসএসসি রায় নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন

যেখানে মানুষ জন মনে করেন, ভোট প্রচারে এসে বিরোধী দলের লোকেদের একেবারে ধুয়ে দেবেন প্রার্থীরা। সেখানেই বিপরীত রূপ রচনার। রচনার কথায় তিনি বিজেপি হারাতে আসেননি বরং এসেছেন মানুষের মন জয় করতে। এমন কথার পরেই মানুষের মনে তৈরি হয়েছে রচনাকে নিয়ে আলাদা একটা জায়গা। যার কারণেই হয়তো তীব্র গরমের মধ্যেও রচনা ব্যানার্জি প্রচারে আসলে তাকে দেখার জন্য ভিড় জমছে রাস্তার দুই ধারে।

তীব্র দাবদাহে জামনা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে প্রচার করেন রচনা। একসময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে রচনা বলেন, ‘আমি বিজেপিকে হারাতে আসিনি, মানুষের মন জয় করতে এসেছি। মানুষ যাঁকে চাইবেন, তাঁর পাশে থাকবেন।’ একইসঙ্গে এই প্রচণ্ড গরমের প্রচার চালাতে কষ্ট হচ্ছে কি না, সেই প্রশ্নের উত্তের রচনা বলেন, ‘কিছু করার নেই, প্রতিদিন প্রচারে আসতে হবে, গরম মেনে নিতে হবে। শীতকালে ঠান্ডা হবে, গরমকালে গরম হবে।’

রাহী হালদার