রাজনগর রাজবাড়ি

Weekend Tour: সেন থেকে পাঠান বংশ…ইতিহাসের গন্ধমাখা এই রাজবাড়িতে ঘুরে আসুন ছোট্ট ছুটিতে

সৌভিক রায়, বীরভূম: বীর সন্তানদের ভূমি বীরভূম। একদিকে বীরভূমে যখন রয়েছে একাধিক সতীপীঠ। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে রয়েছে ইতিহাসে মোড়া একাধিক রাজবাড়ি।বিভিন্ন সময় বিভিন্ন বংশের রাজাদের গড় ছিল বীরভূমের রাজনগর।কারণ পূর্ব-ভারত থেকে বঙ্গে প্রবেশের অন্যতম পথ ছিল এটি।একদা এই রাজনগর রাঢ়বঙ্গের রাজধানী ছিল।পাল, সেন, গঙ্গ বংশীয় হিন্দু রাজাদের শাসনকেন্দ্র ছিল এটি।পরবর্তীতে বিদেশি শাসকদের দখলে চলে যায়।তাই ইতিহাসের মিশ্র নিদর্শন আজও রাজনগর জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে।সংস্কার ও সংরক্ষণের অভাবে একদা বাংলা তথা ভারতে ইতিহাস কার্যত বিলুপ্তির পথে ৷ বর্তমানে এই রাজনগর ও তার কাহিনীসমূহ ধূলিময় ইতিহাসের পাতায় বন্দিমাত্র।

স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রাজবংশের সদস্যদের দাবি, ইতিহাসকে বাঁচিয়ে রাখতে প্রশাসন রাজনগরের রাজবাড়ি, স্নানাগার, মতিচূড়া মসজিদ, কালীদহ দিঘি, বারুদঘর, হাতিশালা প্রভৃতি সংস্কার করুক।যা একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্রও হতে পারে।ইতিহাস থেকে জানা গিয়েছে, এই রাজনগরের প্রাচীন নাম ছিল ‘লক্ষ্ণৌর’।যা রাজা বল্লাল সেনের পুত্র লক্ষ্মণ সেনের নামানুসারে।তবে এই নামটি বল্লাল সেন রেখেছিলেন ? নাকি লক্ষ্মণ সেন ? তা নিয়ে ইতিহাসে দ্বিমত রয়েছে । এই ‘লক্ষ্ণৌর’ নামটি পরবর্তীতে লোকমুখে অপভ্রংশ হতে হতে হয় ‘লক্ষর’। আরও পরে ‘নগর’ নাম হয় ৷ এরপর একাধিক রাজাদের গড় হওয়ায় এই স্থানের নাম হয় ‘রাজনগর’।

সেন বংশের সময়কালে বীররাজাদের দখলে ছিল এই রাজনগর।বখতিয়ার খিলজি থেকে শুরু করে গিয়াসউদ্দিন বলবন পর্যন্ত মুসলমান শাসকেরা বারবার বাংলা আক্রমণ করেছে। কিন্তু, বীররাজার শাসনকালে রাজনগরের চতুর্দিকে থাকা ১২টি গড় ভেদ করতে ব্যর্থ হয়েছেন তাঁরা । একাংশ ইতিহাসবিদের মতে, এই বীর রাজার নামানুসারেই ‘বীরভূম’ নামকরণ হয়েছিল ।রাজনগর আপনি পৌঁছাবেন কী করে? আপনি যদি হাওড়া থেকে আসতে চান তাহলে সকাল ৬:৪৫ মিনিটে হুল এক্সপ্রেস করে অথবা বিকেল ৪:২৫ মিনিটে ময়ূরাক্ষী এক্সপ্রেস করে আপনাকে সিউড়ি পৌঁছাতে হবে। ময়ূরাক্ষী এক্সপ্রেস করে এলে আপনাকে সিউড়িতে যে কোনও হোটেলে রাত্রি বাস করতে হবে। আর আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে বিকেল ৫:১৭ মিনিটে শিয়ালদহ সিউড়ি মেমু এক্সপ্রেস করে আপনাকে সিউড়ি আসতে হবে।

আরও পড়ুন : সুস্থতার পঞ্চবাণ! এই ৫ তেলের যে কোনও ১ টায় রান্না করলেই সুস্থ হার্ট! বশে ব্লাড সুগার, কোলেস্টেরল!

এরপর সিউড়ি থেকে আপনার রাজনগর পৌঁছতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট গাড়িতে। রাস্তা আনুমানিক প্রায় ২৪ কিলোমিটার এর কাছাকাছি। চাইলে আপনি সিউড়ি থেকে বাসে করেও পৌঁছে যেতে পারেন রাজনগর। রাজনগরে থাকার সেরকম ভাবে ব্যবস্থা না থাকলেও খাওয়ার দু-তিনটে ভাল হোটেল পেয়ে যাবেন। তবে এবার হাতে একদিনের সময় নিয়ে এলেই অবশ্যই ঘুরে দেখুন এই রাজবাড়ি।