রাস্তার উপর পড়ে রয়েছে  গাছ

Remal Cyclone Effect: এক রাতের ঝড়বৃষ্টিতে চরম দুর্ভোগ ৫ গ্রামে! গাছ পড়ে বন্ধ রাস্তা, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই

হুগলি: ঘূর্ণিঝড় রিমলের তিন দিন পর আবারও ঝড়বৃষ্টি জেলাজুড়ে। গতকাল রাত থেকে শুরু হয়েছে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত। আর তার জেরেই ক্ষতিগ্রস্ত হুগলির আরামবাগ। ঝোড়ো হাওয়ার জেরে গোঘাটে রাস্তার মধ্যে উপরে পড়ে আস্ত গাছ। যার জেরে ব্যাহত পথ চলাচল।

গাছ পড়ে যাওয়ার কারণে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবাও। ভোগান্তিতে ৫ টি গ্রামের মানুষ। গত সোমবার ঘূর্ণিঝড় রিমলের দুর্যোগ কাটে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি-সহ আরামবাগে। তার ঠিক তিনদিন পর অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে আবারও শুরু হয় ঝড়বৃষ্টি। আর তার জেরেই গোঘাটের নবাসন এলাকায় গ্রামের মূল রাস্তার মধ্যে উপরে পড়ল আস্ত একটি বড়গাছ। আর তাতেই ব্যাহত হয় ৫ টি গ্রামের মানুষের চলাচলের পথ।

আরও পড়ুন: কেন্দ্রীয় ভাবে অনলাইনে রাজ্যের কলেজগুলিতে ভর্তি কবে থেকে? বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের

গ্রামের মানুষের দাবি, তাঁদের ৫টি গ্রামের মূল রাস্তা এটাই। আর তাতে গাছ পরে যাওয়ায় চলাচলের ব্যাপক সমস্যা হচ্ছে। এমনকী ওই গাছ বিদ্যুতের তারে পড়ার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এলাকায়। সব মিলিয়ে চরম সমস্যায় পড়েছেন বলে দাবি তাঁদের। প্রশাসন যাতে গাছটি অতি দ্রুত সেখান থেকে সরিয়ে অবস্থা স্বাভাবিক করে তার আবেদন জানান তারা।
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা রজত দত্ত তিনি বলেন, গতকাল রাত তিনটে সাড়ে তিনটা নাগাদ বিকট একটি শব্দ হয়।

আরও পড়ুন: আগামী দু’ঘণ্টায় কলকাতায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি দমকা হাওয়া-বাজের সতর্কতা! আবহাওয়ার বড় খবর

সেই সময় থেকেই কারেন্ট চলে যায়। ভোরবেলা রাস্তায় বেরিয়ে দেখতে পান রাস্তার ধারে থাকা বৃহৎ একটি গাছ তা একেবারে মাটি থেকে উপড়ে নীচে পড়ে রয়েছে। একেবারে রাস্তার মাঝ বরাবর গাছ পড়ে থাকায় ব্যাহত হয়েছে যান চলাচল। ওই এলাকার পাশাপাশি পাঁচটি গ্রামের মূল রাস্তা সেই রাস্তার উপরে গাছ পড়ে রয়েছে। গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে বিদ্যুতের তার। যার ফলে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে। তারা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন যাতে দ্রুত এই নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়। কারণ ওই মূল রাস্তা বিচ্ছিন্ন হওয়ার ফলে রেল স্টেশন ও অন্যান্য জরুরি জায়গায় যাতায়াত ব্যাহত হয়েছে।

রাহী হালদার