Man with three genitals: একটি নয়, একজনের শরীরেই তিনটি পুরুষাঙ্গ! কোথায় লুকনো ছিল আরও দুটি? অবাক গবেষকরাও

একটি নয়, আজীবন তিনটি পুরুষাঙ্গ নিয়ে বেঁচে থাকলেন এক ব্যক্তি৷ যদিও জীবিত অবস্থায় নিজের শরীরের এই বিরল গঠনের কথা জানতে পারেননি ওই ব্রিটিশ নাগরিক৷
একটি নয়, আজীবন তিনটি পুরুষাঙ্গ নিয়ে বেঁচে থাকলেন এক ব্যক্তি৷ যদিও জীবিত অবস্থায় নিজের শরীরের এই বিরল গঠনের কথা জানতে পারেননি ওই ব্রিটিশ নাগরিক৷
৭৮ বছর বয়সে ওই ব্যক্তির মৃত্যুর হয়৷ মৃত্যুর আগেই নিজের দেহ দান করে রেখেছিলেন তিনি৷ বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে ওই ব্যক্তির মৃতদেহের ব্যবচ্ছেদের পরেই বিষয়টি গবেষকদের নজরে আসে৷
৭৮ বছর বয়সে ওই ব্যক্তির মৃত্যুর হয়৷ মৃত্যুর আগেই নিজের দেহ দান করে রেখেছিলেন তিনি৷ বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে ওই ব্যক্তির মৃতদেহের ব্যবচ্ছেদের পরেই বিষয়টি গবেষকদের নজরে আসে৷
দেখা যায়, ৬ ফুট দৈর্ঘ্যের ওই ব্যক্তির বাইরে থেকে আর পাঁচ জন পুরুষের মতো একটিই যৌনাঙ্গ ছিল৷ শরীরের ভিতরের দিকে আরও দুটি অপরিণত পুরুষাঙ্গের সন্ধান পান গবেষকরা৷
দেখা যায়, ৬ ফুট দৈর্ঘ্যের ওই ব্যক্তির বাইরে থেকে আর পাঁচ জন পুরুষের মতো একটিই যৌনাঙ্গ ছিল৷ শরীরের ভিতরের দিকে আরও দুটি অপরিণত পুরুষাঙ্গের সন্ধান পান গবেষকরা৷
একাধিক পুরুষাঙ্গ বা দুটি পুরুষাঙ্গ নিয়ে জন্মানোর ঘটনা বিরল হলেও ১৬০৬ থেকে ২০২৩ সালের মধ্যে তার একাধিক নজির রয়েছে৷ প্রতি ৫০ থেকে ৬০ লক্ষ্য পুরুষের মধ্যে একজনের মধ্যে এই সমস্যা দেখা যায়৷ যাকে বলা হয় পলিফালিয়া৷
একাধিক পুরুষাঙ্গ বা দুটি পুরুষাঙ্গ নিয়ে জন্মানোর ঘটনা বিরল হলেও ১৬০৬ থেকে ২০২৩ সালের মধ্যে তার একাধিক নজির রয়েছে৷ প্রতি ৫০ থেকে ৬০ লক্ষ্য পুরুষের মধ্যে একজনের মধ্যে এই সমস্যা দেখা যায়৷ যাকে বলা হয় পলিফালিয়া৷
তবে তিনটি পুরুষাঙ্গ নিয়ে জন্মানোর সমস্যাকে বলা হয় ট্রিফালিয়া৷ এর আগে একজন পুরুষের মধ্যেই এই সমস্যা দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে৷
তবে তিনটি পুরুষাঙ্গ নিয়ে জন্মানোর সমস্যাকে বলা হয় ট্রিফালিয়া৷ এর আগে একজন পুরুষের মধ্যেই এই সমস্যা দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে৷
গবেষকরা দাবি করেছেন, পুরুষাঙ্গের অভ্যন্তরীণ গঠনে এই অস্বাভাবিকতার জন্য সম্ভবত ওই ব্যক্তিকে ইউরিনারি ইনফেকশন, যৌন অক্ষমতা, সন্তান প্রজননে সমস্যার মতো বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়েছে৷
গবেষকরা দাবি করেছেন, পুরুষাঙ্গের অভ্যন্তরীণ গঠনে এই অস্বাভাবিকতার জন্য সম্ভবত ওই ব্যক্তিকে ইউরিনারি ইনফেকশন, যৌন অক্ষমতা, সন্তান প্রজননে সমস্যার মতো বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়েছে৷
একই সঙ্গে গবেষকরা দাবি করেছেন, ওই ব্যক্তি যে সারাজীবন তাঁর শরীরের গঠনে এই অস্বাভাবিকতা জানতেই পারেননি, তা নিশ্চিত ভাবে বলা যায় না৷ হয়তো এই অস্বাভাবিকতার কথা জেনেও কোনও সমস্যা না থাকায় কোনও চিকিৎসা বা অস্ত্রোপচার করেননি তিনি৷
একই সঙ্গে গবেষকরা দাবি করেছেন, ওই ব্যক্তি যে সারাজীবন তাঁর শরীরের গঠনে এই অস্বাভাবিকতা জানতেই পারেননি, তা নিশ্চিত ভাবে বলা যায় না৷ হয়তো এই অস্বাভাবিকতার কথা জেনেও কোনও সমস্যা না থাকায় কোনও চিকিৎসা বা অস্ত্রোপচার করেননি তিনি৷