হাতি

Elephant Rampage: রাত বাড়লেই আসছে ‘ওরা’! আতঙ্কে বিনিদ্র গ্রাম পাহারা এলাকাবাসীর

আলিপুরদুয়ার: হাতির হানা অব‍্যাহত। বিশেষ করে রাতেই হয় এই হানা। ফসল ও বাড়ি পাহারা দিতে তাই রাত জাগেন জলদাপাড়া সংলগ্ন গ্রামের মানুষেরা। বৃষ্টি হলেই কী আর না হলেই কী? হাতির আনাগোনা রোজকার ঘটনা জলদাপাড়া সংলগ্ন গ্রামে। এই জঙ্গল সংলগ্ন এলাকায় রয়েছে খয়েরবাড়ি,সুড়িপাড়ার মত গ্রাম।

এলাকাবাসীদের কথায় এই গ্রামগুলিতে রোজ হাতি আসছে। বন দফতরের টহল চলে তাও হাতির উৎপাত থামে না। এই হাতির উৎপাত থেকে গ্রাম বাঁচাতে রাত জাগছেন বাসিন্দারা। কখনও একটি হাতি আবার কখনও অনেকগুলি হাতি প্রবেশ করে এলাকায়। বাড়িঘর ইতিমধ‍্যে ভেঙেছে ৬০ টি।

আরও পড়ুন:স্মৃতি যেন পিছু ছাড়ে না! হলং-এর পোড়া বন বাংলো দেখতে পর্যটকের ঢল, দেখুন

চাষের জমি নষ্ট হয়েছে ৭০%,অনেক কৃষক ফসল ঘরে তুলতে পারেনি। এই ঘটনা জঙ্গল সংলগ্ন এলাকায় ঘটছে। আরও বৃদ্ধি পাবে এই ঘটনা বলে জানিয়েছেন এলাকাবাসীরা। বৃষ্টি চলতে থাকলে হাতিরা লোকালয়ে বেশি চলে আসে,পাশাপাশি চলে উৎপাত। আতঙ্কে রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey