থিম্পু

Alipurduar News: সড়ক ফুঁসছে নদীর জলস্রোতে! ভূটানের জন্যই কি দুর্যোগ আসবে আলিপুরদুয়ারে?

আলিপুরদুয়ার: ভুটানের মেঘভাঙা বৃষ্টিতে বন‍্যা পরিস্থিতির আশঙ্কা আলিপুরদুয়ার জেলায়। যদিও বর্তমানে জেলা জুড়ে কোনও সতর্কতা জারি হয়নি বলেই জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

ভারতের প্রতিবেশি দেশ ভুটানের থিম্পুর পরিস্থিতি ভয়াবহ। মেঘভাঙা বৃষ্টিতে অস্তিত্ব সংকটে থিম্পুর। এ দিকে এই পরিস্থিতি দেখে কপালে চিন্তার ভাঁজ আলিপুরদুয়ারবাসীর। ভুটানের বন‍্যার জল যদি এ দিকে চলে আসে, তা হলে আলিপুরদুয়ারের পরিস্থিতি আরও খারাপ হবে বলে ধারণা জেলাবাসীর।

আরও পড়ুন- ভ্যাপসা গরমের মধ্যেই ঝেঁপে বৃষ্টি! আকাশ কালো করে প্রবল দুর্যোগের সম্ভাবনা এই ক’টি জেলায়

থিম্পুর দেচংসেলিং এলাকায় হঠাৎ মেঘভাঙা বৃষ্টিতে বেশ কিছু গ্রামের ঘরবাড়ির ক্ষতি হয়েছে। তা ছাড়াও প্রবল জলস্রোত দেখা গিয়েছে নদীগুলিতে। ভুটানের বিভিন্ন সড়কের ওপর দিয়ে বইছে জল। গত রবিবার থেকে এই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে ভুটানের থিম্পুতে।

ভুটানের এই পরিস্থিতি আলিপুরদুয়ার জেলার পক্ষে কতটা ক্ষতিকর? কী কী উপায় অবলম্বন করছে প্রশাসন?এই বিষয়ে জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, “জেলার ৮০% নদী ভুটান পাহাড় থেকে সৃষ্ট। নদীগুলিতে জল বাড়ছে। সে দিকে আমরা নজর দিয়েছি। পরিস্থিতি এখনও বেসামাল হয়নি।”

অনন্যা দে