হয়নি সেতু নির্মাণ

Incomplete Bridge: আট বছরেও তৈরি হল না সেতু, নিত্য নাজেহাল ৫০ হাজার বাসিন্দা

পুরুলিয়া: সেতু তৈরির শিলান্যাস হয়েছিল আট বছর আগে‌। কিন্তু এতদিনেও তৈরি হয়নি সেই সেতু। ‌কিছুটা কাজ এগিয়ে থমকে গিয়েছে। ফলে চরম সমস্যায় পড়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। বছরের অন্যান্য সময় তাও কোনরকমে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও এই বর্ষাকালে তা বহুগুণ বেড়ে যায়।

পুরুলিয়ার এই সেতু নির্মাণ হলে জেলাবাসীদের আর্থসামাজিক অবস্থার অনেকখানি উন্নতি হত। বিশেষ করে জেলার তিনটি বিধানসভা জয়পুর, বলরামপুর‌ ও বাঘমুন্ডির বহু মানুষের রুটি রুজির জোগাড়ে অনেকখানি সুবিধা হত। এছাড়াও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হত। তাতে চিকিৎসা ক্ষেত্রেও মানুষ অনেকখানি উপকার পেত।

আর‌ও পড়ুন: শাস্ত্রীয় সংগীতের আসর, লক্ষ্য গ্রামের যুব সম্প্রদায়

এছাড়াও যারা নিয়মিত যাতায়াত করেন এই রাস্তার উপর দিয়ে, এই সেতু হলে তাঁদের অনেকটাই সুবিধা হত। বড় চারচাকা গাড়িও এই রাস্তার উপর দিয়ে পেরোতে পারত। ‌তাই জেলার বাসিন্দাদের অনুরোধ, যত দ্রুত সম্ভব এই সেতু নির্মাণ করা হোক। তাতে বহু গ্রামের মানুষ উপকৃত হবেন। দীর্ঘ আট বছর আগে কাটা বেরা বামুনডিহা নদী ঘাটের উপর যখন সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল তখন এলাকার মানুষ আশায় বুক বেঁধেছিল। তাঁরা ভেবেছিল অবস্থার উন্নতি হবে। কিন্তু আট বছর পরেও অবস্থার এতটুকু পরিবর্তন ঘটেনি। বরং কাজ কিছুটা এগিয়ে থেমে যাওয়ায় মানুষজনের চলাফেরায় প্রবল সমস্যা হচ্ছে।

শর্মিষ্ঠা ব্যানার্জি