প্রতিবাদী কন্ঠে গান

Arijit Singh: অরিজিৎ-এর লেখা গান ঘুরছে মুখে মুখে, জিয়াগঞ্জে তাঁর বাড়ির সামনে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পথে যুব সমাজ

মুর্শিদাবাদ: আরজিকর কাণ্ডে বিচার চেয়ে ফের জিয়াগঞ্জে পথে নামল নাগরিক সমাজ। সাংস্কৃতিক কর্মী থেকে শিক্ষক শিক্ষিকা থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিলেন প্রতিবাদে। জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর শহরে আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে গান করে মিছিল করা হয়। জিয়াগঞ্জে আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে জিয়াগঞ্জ শহর জুড়ে পদযাত্রার মধ্যে দিয়েই গান করে প্রতিবাদ করলেন বিভিন্ন সংগঠনের সদস্য ও সদস্যরা এবং সাধারণ মানুষ। পাশাপাশি, জিয়াগঞ্জে গায়ক অরিজিৎ সিং তাঁর বাসভবনের সামনে বেশ কিছুক্ষণ গান করে সুর মিলিয়ে প্রতিবাদ মিছিল করা হয়।

বর্তমানে তিলোত্তমাকে নিয়ে যে গান বেঁধেছেন সেই গান করতে দেখা যায় প্রতিবাদীদের। যদিও অরিজিৎ সিং-এর দেখা পাওয়া না গেলেও তাঁর বাবাকে বেড়িয়ে আসতে দেখা যায়। অরিজিৎ সিং আগেই বলেছিলেন তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারেন না, কারণ তাঁকে দেখলেই ভিড় জমে যায়। এরপর তিনি সোশ্যাল মিডিয়াতে লাইভ করে ঘঠনার তীব্র নিন্দা করেন এবং গান বেঁধেছিলেন। তিনি তো গায়ক। তাই গান দিয়েই করেছিলেন প্রতিবাদ।

আরও পড়ুনArijit Singh: “নেমে গেলেই তো আর হল না”….ক্ষোভে ফেটে পড়লেন অরিজিৎ সিং, Live-এ এসে মন খুলে কথা

তিলোত্তমার হয়ে বেঁধেছিলেন গান, সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সেই গান ভাইরাল হয়। ফলে জিয়াগঞ্জে অরিজিতের শহরেই তাঁর গানের সুরে প্রতিবাদে মুখরিত হল যুব সমাজ। একটাই আওয়াজ ওঠে we want justice। যদিও অরিজিৎ সিং আগেই বলেছিলেন, “আমি পথে নামলে সেলফি তোলার ভিড় হবে। অনেকে ভাবছে আমি বেরোলে আমার সঙ্গে ওঁরাও হাঁটবে। অত ভিড় বাড়িয়ে কী হবে? আমি পথে নামব কি না, তা নিয়ে রাজনীতি করার কোনও মানে হয় না। খুব তুচ্ছ ব্যাপার। যাঁরা কথা বলছেন বলুন। এতেও জনমত তৈরি হবে। বিতর্ক হলেও ঘটনাটি নিয়ে আলোচনা তো হবে।” বলেই মুখ মন্তব্য করেছিলেন গায়ক। তবে এদিন গায়কের শহরে প্রতিবাদী কন্ঠে গান হতেই আওয়াজ ওঠে “আর কবে, আর কবে।”

কৌশিক অধিকারী