সক্রিয় অভয়া ক্লিনিক 

RG Kar Protest: কর্মবিরতি তুলে নিলেন ‘এই’ জেলার জুনিয়র ডাক্তারেরা? গুজব নয়, জানুন আসল খবর

বাঁকুড়া: আরজি কর-কাণ্ডের অবস্থান বিক্ষোভ পা দিল ৩৫তম দিনে। রবিবার বৃষ্টি মাথায় করে ‘অভয়া ক্লিনিক’-এর মাধ্যমে মানুষকে যথাসম্ভব পরিষেবা দিলেন জুনিয়র ডাক্তাররা। তবে অফিশিয়ালি এখনও কর্মবিরতি চলছে বলে জানিয়েছেন তাঁরা।

যদিও এই কর্মবিরতি বাড়িতে ছুটি কাটাবার জন্য নয়! এই কর্মবিরতি যেন একটি  “আইডিওলজিক্যাল ম্যানিফেস্টেশন” হয়, মত আন্দোলনকারীদের। চলছে কর্মবিরতি কিন্তু তবুও সাধারণ মানুষকে পরিষেবা দিতে পিছপা হচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। তাঁরা আসলে যথাসম্ভব চেষ্টা করছেন নিজেদের কাজ করার। তার মধ্যে চলছে অনবরত বৃষ্টি।

আরও পড়ুন: উইকেন্ডজুড়ে টানা বৃষ্টি, আর সোমবার? রোদ উঠবে নাকি বৃষ্টিই? আবহাওয়ার বড় খবর

রবিবার যেন বেদনার অশ্রুধারার মতো বৃষ্টি ঝরে পড়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপরে। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, “কর্মবিরতি চলছে এবং চলবে। তবে কিছু সামাজিক মাধ্যমে ভুয়ো খবর প্রচারে আশাহত হয়েছেন জুনিয়র ডাক্তাররা।” ডাক্তার মানুষের জীবন বাঁচায়। ডাক্তার সাধারণ মানুষের কাছে ভগবান। আর সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলি এক একটি মন্দিরের মতো।

আরও পড়ুন: মঙ্গলে সুপ্রিম-শুনানিতে এক ইঞ্চিও জমি ছাড়া নয়, বড় সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের! প্রশ্ন উঠেছিল আগেই

যেখানে সাধারণ মানুষ পেয়ে থাকেন  চিকিৎসা পরিষেবা। তবে সাম্প্রতিক আরজি কর-কাণ্ডের পর যেন পরিস্থিতি টালমাটাল হয়ে গিয়েছে। জুনিয়র ডাক্তারদের অধিকারের লড়াইয়ের ঢেউ পৌঁছেছে অনেক দূর পর্যন্ত। প্রান্তিক বাঁকুড়াও সামিল হয়েছে এই লড়াইয়ে। তবে ডাক্তারদের মানবিক রূপ আবারও ধরা পড়েছে বাঁকুড়ার বুকে। বৃষ্টি মাথায় করেই অভয়া ক্লিনিকের মাধ্যমে রোগীদের  যথাসম্ভব পরিষেবা দেওয়ার প্রচেষ্টা করছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা।

নীলাঞ্জন ব্যানার্জী