মাস পিটিশন জমা দিচ্ছেন মহিলারা

RG kar Protest: ছি‍ঃ! আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের সঙ্গে যা করল টোটোচালকেরা! সব শুনলে আঁতকে উঠবেন

হুগলি: আর জি কর কাণ্ডে প্রতিবাদ করায় জুটলো মার! বিশ্বকর্মা পুজোর বক্স বন্ধ করতে বলায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই-পক্ষ। ঘটনাটি হুগলির কোন্নগরের কলোনী বাজার এলাকার। সোমবার রাত এগারোটা নাগাদ ঘটে এই ঘটনা। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

আরও পড়ুনঃ ‘জাগো বাংলা’-র সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দুশেখর রায়! কীসের ইঙ্গিত দিচ্ছেন তৃণমূল সাংসদ?

গোটা রাজ্যব্যাপী আরজি করের ঘটনার প্রতিবাদের পাশাপাশি হুগলির কোন্নগরে ও চলছিল সেই প্রতিবাদ। কলোনী বাজারের মোড়ে পাশেই টোটো স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোর বক্স তারস্বরে বাজানোয় আর জি কর প্রতিবাদীদের পথনাটকে অসুবিধা হচ্ছিল, বক্সের আওয়াজ কমানোর কথা বলায়, বচসা থেকে হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়া পুরসভার ২ নং ওয়ার্ডের কলোনী বাজার এলাকায় আরজি কর প্রতিবাদীদের একটি পথনাটক চলছিল সোমবার রাতে। পাশেই কোন্নগর পুরসভার ১৯ নং ওয়ার্ডে একটি টোটো স্ট‍্যান্ডে বিশ্বকর্মা পুজো উপলক্ষে জোরে বক্স বাজানো হচ্ছিল। প্রতিবাদীদের নাটক করতে অসুবিধা হওয়ায় বক্সের আওয়াজ কমাতে বলা হয় তৃণমূলের টোটো ইউনিয়নের সদস্যদের। তা নিয়েই বচসা থেকে হাতাহাতি শুরু হয়। মদ্যপ অবস্থায় তাঁদের হেনস্থাকরা হয় বলে অভিযোগ প্রতিবাদী মহিলাদের। অভিযোগ মানেনি টোটো ইউনিয়ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ।

আরও পড়ুনঃ অবিশ্বাস‍্য! আরজি কর কাণ্ডে শুনানির আগেই যা ঘটল! সব শুনলে আঁতকে উঠবেন

দুই পক্ষের সঙ্গে কথা বলে। মহিলারা পুলিশের কাছে একটি মাস পিটিশান জমা দেয়। স্থানীয় তৃণমূল কাউন্সিলর চন্দন মন্ডল বলেন, ‘প্রতিবাদটা এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমরাও প্রতিবাদ করেছি। যাঁরা বিশ্বকর্মা পুজো করছে তাঁরা কোনো ভুল করেনি।’ অন্যদিকে, ওই কাউন্সিলর এর উপরেই অভিযোগ তোলেন প্রতিবাদী মহিলাদের একাংশ। কাউন্সিলর নিজেই নাকি মদ্যপ অবস্থায় অভব্যআচরণ করেছেন মহিলাদের সঙ্গে।

রাহী হালদার