Sikkim Situation: উত্তর সিকিমে ভারী বর্ষণ, ফুঁসছে তিস্তা! ঝড় বৃষ্টিতে গাছ ভেঙে বিপত্তি! নেই বিদ্যুৎ

রিমলের প্রভাব উত্তরেও, জলপাইগুড়িতে গভীর রাতে ভারী বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া, বিদ্যুৎহীন গোটা গ্রাম। বুধবার সকাল থেকে মেঘলা আকাশ।মঙ্গলবার গভীর রাতে বিশাল আকৃতির গাছ পড়ে বন্ধ হল জলপাইগুড়ি-চালহাটি রোড। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে গোটা এলাকা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা। (সুরজিৎ দে)
রিমলের প্রভাব উত্তরেও, জলপাইগুড়িতে গভীর রাতে ভারী বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া, বিদ্যুৎহীন গোটা গ্রাম। বুধবার সকাল থেকে মেঘলা আকাশ।মঙ্গলবার গভীর রাতে বিশাল আকৃতির গাছ পড়ে বন্ধ হল জলপাইগুড়ি-চালহাটি রোড। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে গোটা এলাকা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা। (সুরজিৎ দে)
গতকালের রাতে ঝড়ে বন্ধ হল জলপাইগুড়ি চালহাটি রোড। জানা গিয়েছে এই দিন ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি বড় আকৃতির গাছ জলপাইগুড়ি চালহাটি দেবনগর সংলগ্ন এলাকায় পড়ে গিয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার কারণে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে এই এলাকার বাসিন্দারা বলে জানা যায় । রাস্তায় চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে।
গতকালের রাতে ঝড়ে বন্ধ হল জলপাইগুড়ি চালহাটি রোড। জানা গিয়েছে এই দিন ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি বড় আকৃতির গাছ জলপাইগুড়ি চালহাটি দেবনগর সংলগ্ন এলাকায় পড়ে গিয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার কারণে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে এই এলাকার বাসিন্দারা বলে জানা যায় । রাস্তায় চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে।
যদিও ইতিমধ্যে বনদফতররের কর্মীরা এসে গাছ কাটার কাজে হাত লাগায়। তবে মানুষের কোন ক্ষয়ক্ষতি হওয়ার খবর নেই। তিস্তা সংলগ্ন এলাকায় জল বাড়ায় সচেতনতা মাইকিং। তিস্তার জল বেড়ে বন্যা পরিস্থিতি জলপাইগুড়ি নাথুয়াচার দাসপাড়া হরিচাঁদ ঠাকুরের মন্দির এলাকায়।
যদিও ইতিমধ্যে বনদফতররের কর্মীরা এসে গাছ কাটার কাজে হাত লাগায়। তবে মানুষের কোন ক্ষয়ক্ষতি হওয়ার খবর নেই। তিস্তা সংলগ্ন এলাকায় জল বাড়ায় সচেতনতা মাইকিং। তিস্তার জল বেড়ে বন্যা পরিস্থিতি জলপাইগুড়ি নাথুয়াচার দাসপাড়া হরিচাঁদ ঠাকুরের মন্দির এলাকায়।
কালী ঝোরা এবং গজলডোবা অবস্থিত তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে এখন পর্যন্ত কালীঝোরা থেকে দু হাজার এবং গজলডোবা ব্যারাজ থেকে এক হাজার সাতশো কিউসেক জল ছাড়া হয়েছে, যার ফলে তিস্তা নদীর অববাহিকায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে, ইতিমধ্যেই জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া অঞ্চলে নদীর পার্শ্ববর্তী গ্রামগুলোতে বসবাসকারী জনগণের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে তিস্তা নদী থেকে দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে মাইকে প্রচারের মাধ্যমে।
কালী ঝোরা এবং গজলডোবা অবস্থিত তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে এখন পর্যন্ত কালীঝোরা থেকে দু হাজার এবং গজলডোবা ব্যারাজ থেকে এক হাজার সাতশো কিউসেক জল ছাড়া হয়েছে, যার ফলে তিস্তা নদীর অববাহিকায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে, ইতিমধ্যেই জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া অঞ্চলে নদীর পার্শ্ববর্তী গ্রামগুলোতে বসবাসকারী জনগণের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে তিস্তা নদী থেকে দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে মাইকে প্রচারের মাধ্যমে।
উত্তর সিকিমে ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী। সারারাত বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের তিস্তাপাড় সংলগ্ন টোটগাঁও গ্রামে ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে তিস্তার জল রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা।
উত্তর সিকিমে ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী। সারারাত বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের তিস্তাপাড় সংলগ্ন টোটগাঁও গ্রামে ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে তিস্তার জল রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা।