লরি

Road Accident: তীব্র গতির মাশুল, এশিয়ান হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি

আলিপুরদুয়ার: তীব্র গতি নিয়ন্ত্রণ করতে না পেরে নয়ানজুলিতে পড়ে গেল একটি লরি। ঘটনাটি ঘটেছে হাসিমারা ও মাদারিহাটের মাঝামাঝি এলাকায় এশিয়ান হাইওয়েতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অসমগামী একটি লোহা বোঝাই লরি তীব্র গতিতে ছুটে আসছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় আহত হন লরির চালক। ঘটনাস্থলে মাদারিহাট থানার পুলিশ পৌঁছে লরির চালককে উদ্ধার করে বীরপাড়া হাসপাতালে পাঠায়। ক্রেনের সাহায্যে লোহা বোঝাই লরিটি তোলা হয়।

আর‌ও পড়ুন: ঝড়ে ছিঁড়েছে জাল, যে কোন‌ও সময় গ্রামে ঢুকতে পারে রয়্যাল বেঙ্গল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও এই এলাকায় পণ্যবোঝাই লরি উল্টে গিয়েছিল। জলদাপাড়া জঙ্গলের দু’ধারে যখন তখন বন্যপ্রাণী বেরিয়ে দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এই রাস্তায় দুর্ঘটনা কমাতে ডিভাইডার বসানো রয়েছে। তারপরেও এক‌ই জায়গায় দুর্ঘটনা ঘটেই চলেছে। পুলিশ কর্মীদের মতে, এই রাস্তায় সজাগ থেকে গাড়ি চালানো উচিত চালকদের। অনেক সময় দেখা যায় ক্লান্তিতে তাঁদের চোখ লেগে গিয়ে দুর্ঘটনা ঘটে। তবে এক্ষেত্রে কী হয়েছে সেই বিষয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হবে।

অনন্যা দে