Rohit Sharma Mumbai Indians

IPL 2024 captaincy: মুম্বইয়ের অধিনায়কত্ব যাওয়া নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা, কলকাতার বিরুদ্ধে নামার আগে কী বললেন?

মুম্বই: গুজরাত থেকে মুম্বইতে যোগ দেওয়ার পরেই অধিনায়কত্বের পুরস্কার পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। অধিনায়কত্ব খোয়াতে হয়েছিল ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে।

আরও পড়ুন: বিনে পয়সায় চড়া যায় ট্রেনে, ৭৬ বছর ধরে পরিষেবা দিচ্ছে রেল, কোথায় চলে এই ট্রেন?

অধিনায়ক হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার আইপিএল জিতিয়েছেন রোহিত, শুধু তাই নয়, আইপিএলের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কও তিনিই। তার পরেও অধিনায়কত্ব যাওয়াই বিতর্কের ঝড় উঠেছিল। অবশেষে এই নিয়ে মুখ খুললেন রোহিত। কেকেআর ম্যাচের আগে রোহিত বলেন, ‘এটা জীবনের একটা অংশ। সব কিছু তো মনের মতো হয় না, তবে খুব ভাল অভিজ্ঞতা হয়েছে’। তবে অধিনায়ক হিসাবে খুব একটা ভাল অভিজ্ঞতা হয়নি হার্দিক পান্ডিয়ার। ১০ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে মুম্বই। কেকেআরের বিরুদ্ধে হারলেই প্লে-অফের আশা শেষ হয়ে যাবে।

আরও পড়ুন: কোভিশিল্ড নেওয়ার পরেই মেয়ের মৃত্যুর অভিযোগ, মামলা করতে পারে নিহতের পরিবার

হার্দিকের অধিনায়কত্বে খেলা প্রসঙ্গে রোহিত শর্মাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ক্রীড়া জীবনের শুরুতে আমি অধিনায়ক ছিলাম না, এ ছাড়াও আমি অনেকের অধিনায়কত্বে খেলেছি, তাই এই অভিজ্ঞতা আমার কাছে নতুন নয়’। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১০টি ম্যাচে মোট ৩১৪ রান করেছেন রোহিত, আইপিএলের পরেই শুরু হবে টি২০ বিশ্বকাপ, সেখানে আবার অধিনায়ক হিসাবে দেখা যাবে মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ককে।