পুজো চলছে সন্তানের মঙ্গল কামনায়।

Bangla News: সন্তানের মঙ্গল কামনায় পুজো করা হয় এই দেবীর, মাহাত্ম্য জানলে অবাক হবেন

*সন্তানদের মঙ্গল কামনায় মকর সংক্রান্তির পরের দিন পুজো করা হয় এই লৌকিক দেবীর। রাজ্যের বিভিন্ন জায়গায় আয়োজিত হয় এই পুজোর। গ্রামের মহিলারা পুজো করেন এই লৌকিক দেবীর।
*সন্তানদের মঙ্গল কামনায় মকর সংক্রান্তির পরের দিন পুজো করা হয় এই লৌকিক দেবীর। রাজ্যের বিভিন্ন জায়গায় আয়োজিত হয় এই পুজোর। গ্রামের মহিলারা পুজো করেন এই লৌকিক দেবীর।
*পৌষ সংক্রান্তির পরের দিন বকুল গাছের নিচে অস্থায়ী প্রতিমা বানিয়ে চলে পূজার্চনা। সন্তানদের মঙ্গল কামনায় তাই বকুল গাছের নিচে পূজিতা হন দেবী। অন্নপূর্ণা রূপে পূজিতা হন দেবী ষষ্ঠী।
*পৌষ সংক্রান্তির পরের দিন বকুল গাছের নিচে অস্থায়ী প্রতিমা বানিয়ে চলে পূজার্চনা। সন্তানদের মঙ্গল কামনায় তাই বকুল গাছের নিচে পূজিতা হন দেবী। অন্নপূর্ণা রূপে পূজিতা হন দেবী ষষ্ঠী।
*পুজোর মূল উপকরণ শিলে বাটা হলুদ, সর্ষের তেল ও টক দই। হিন্দু ধর্মাবলম্বী মানুষ দেবী ষষ্ঠীকে শিশু সন্তানদের ধারক ও পালক হিসেবে পুজো করেন।
*পুজোর মূল উপকরণ শিলে বাটা হলুদ, সর্ষের তেল ও টক দই। হিন্দু ধর্মাবলম্বী মানুষ দেবী ষষ্ঠীকে শিশু সন্তানদের ধারক ও পালক হিসেবে পুজো করেন।
*তবে দেবীর মূর্তি গড়ে নয়, শিলের উপর সিঁদুর হলুদ দই লেপন করে তাৎক্ষণিকভাবে মণ্ডপ করা হয় পুজোর উদ্দেশ্য। প্রসাদ হিসেবে দেওয়া হয় পঞ্চামৃত এবং গুড় পিঠা।
*তবে দেবীর মূর্তি গড়ে নয়, শিলের উপর সিঁদুর হলুদ দই লেপন করে তাৎক্ষণিকভাবে মণ্ডপ করা হয় পুজোর উদ্দেশ্য। প্রসাদ হিসেবে দেওয়া হয় পঞ্চামৃত এবং গুড় পিঠা।
*এ দিন ঘাটালের বিভিন্ন জায়গায় পালিত হয় লৌকিক এই দেবীর পুজো। গ্রামের বাসিন্দা রেবা বাঙাল, নিবেদিতা চানক,রুমি চট্টোপাধ্যায় বলেন, সন্তানদের মঙ্গল কামনায় পূর্বপুরুষ ধরে এই পুজোর আয়োজন করা হয়। সারাদিন উপোস করে পুজো শেষ করে অন্নগ্রহন করেন সকলে।
*এ দিন ঘাটালের বিভিন্ন জায়গায় পালিত হয় লৌকিক এই দেবীর পুজো। গ্রামের বাসিন্দা রেবা বাঙাল, নিবেদিতা চানক,রুমি চট্টোপাধ্যায় বলেন, সন্তানদের মঙ্গল কামনায় পূর্বপুরুষ ধরে এই পুজোর আয়োজন করা হয়। সারাদিন উপোস করে পুজো শেষ করে অন্নগ্রহন করেন সকলে।
*অস্থায়ী দেবীর এই মাহাত্ম্য অনেক। নিষ্ঠাভরে পুজো করা হয় দেবী অন্নপূর্ণার। ষষ্ঠী দেবীর পুজোয় মেতে উঠেন সকলে।
*অস্থায়ী দেবীর এই মাহাত্ম্য অনেক। নিষ্ঠাভরে পুজো করা হয় দেবী অন্নপূর্ণার। ষষ্ঠী দেবীর পুজোয় মেতে উঠেন সকলে।