IPL 2020 Final: দিল্লির বিরুদ্ধে যুদ্ধের ডাক দিলেন মাস্টারব্লাস্টার, মুম্বই ইন্ডিয়ন্সের জন্য স্পেশাল বার্তা

#দুবাই: খেতাব রক্ষার লড়াইতে নামছে মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians (MI))৷ তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটাল্স  (Delhi Capitals (DC) ) মঙ্গলবার আইপিএলের মেগা ফাইনাল (IPL 2020 final )৷ মঙ্গলবার নির্ধারিত হয়ে যাবে এবারের আইপিএল ট্রফি কারা ঘরে নিয়ে যাবে৷ তার ঠিক আগেই সচিন তেন্ডুলকর ট্যুইটরারে সাহায্য নিলেন৷ ট্যুইটারে তাঁর দল ও তাঁর সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিলেন মাস্টারব্লাস্টার৷ ফাইনাল হবে দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে (Dubai International Stadium)৷ মুম্বই ইন্ডিয়ন্সের ট্যুইটার হ্যান্ডেলেই দিলেন বার্তা৷ তাঁর ট্যাগলাইন, ‘‘When you go out to play for Mumbai Indians. You know that it’s not just you as an individual. The entire force is with you”,- অর্থাৎ ‘যখন তুমি মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে খেলতে নাম তখন ব্যক্তি নও, তোমার সঙ্গে গোটা দল আছে৷ ’

তিনি দায়বদ্ধতা ও একতা -র ওপর জোর দিয়েছেন৷ তেন্ডুলকর বলেছেন, ‘‘প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা একটা পরিবার৷ আমরা সমস্ত ওঠাপড়ায় একসঙ্গে থাকি৷ ’’

‘‘খেলা হোক বা সাধারণ জীবন, সব জায়গায় চ্যালেঞ্জার থাকে৷ পথে অনেক ওঠাপড়া থাকবে বিশেষত এই টুর্নামেন্টে, যেখানে এটা একটা বিস্ময়কর পর্ব৷ ’

এবারের মুম্বই ইন্ডিয়ন্স দলের নেতৃত্বে রয়েছেন রোহিত শর্মা৷ ভারতের লেজেন্ড বলেছেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে একসঙ্গে থাকা ঐক্যবদ্ধ থাকা৷ আমরা সেটা করতে পেরেছি৷ ’

তিনি আরও ব্যাখ্যা করেছেন এমআই (MI) ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখেছে৷ আইপিএলে -র কর্ণধার ও সাপোর্ট স্টাফদের সাহায্য রয়েছে৷ মুম্বই ইন্ডিয়ন্সের জন্য যখন খেলা হয় তখন সে আর নিজের জন্য খেলে না, সে জানে তাঁর সঙ্গে শক্তি থাকে৷ ’

মুম্বই লিগ পর্ব শীর্ষস্থান অধিকার করেছিল৷ কোয়ালিফায়ারে দিল্লিকে দুরমুশ করে তারা প্রথম ম্যাচেই মেগা ফাইনালের জায়গা পেয়েছিল৷ এদিকে দিল্লি দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালের জন্য টিকিট পেয়েছে৷

মুম্বই ইন্ডিয়ন্স আইপিএল চারবার জিতেছে৷ যেটা সবচেয়ে দীর্ঘসময়ের এবং একটানা ৷