‘অডিও রাজনীতি বন্ধ করা উচিত...’ কুণালকে বার্তা শমীকের

Samik Bhattacharya: ‘ভয় পেয়েছে তৃণমূল, অডিও রাজনীতি বন্ধ করা উচিত…’ কুণালকে বার্তা শমীকের

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: তৃণমূল নেতা কুণাল ঘোষের টেলিফোনিক কথাবার্তার অডিও প্রকাশ ইস্যুতে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বললেন, ‘‘এই আন্দোলন কোথায় কোন পথে এগোবে সেটা আন্দোলনকারী চিকিৎসকরা বুঝবেন। মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের অবস্থান মঞ্চে গিয়েছিলেন। তারপরে আন্দোলনকারীদের প্রতিনিধি দল কালীঘাটে গিয়েছিলেন। কিন্তু বৈঠক হল না। চিকিৎসকদের আন্দোলনের দাবি-দাওয়া নিয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে কুণাল ঘোষের এই অডিও রাজনীতি বন্ধ করা উচিত। তৃণমূল জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে ভয় পেয়েছে, তাই ভাঙতে চাইছে।’’

আরও পড়ুন– হাতিয়ার আরজি কর, আজ ধর্মতলায় ‘মহাগুরু’, কী কর্মসূচি মিঠুন চক্রবর্তীর?

প্রসঙ্গত, আরজি করের ঘটনার প্রতিবাদে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধরনায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা। নতুন অডিও প্রকাশ করে কুণাল ঘোষের অভিযোগ, ‘‘জুনিয়র ডাক্তারদের একাংশ জটিলতা তৈরির মানসিকতা নিয়েই কালীঘাটে গিয়েছিলেন।’’ রবিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি অডিও প্রকাশ করে কুণালের দাবি, সেই টেলিফোনিক কথাবার্তার অডিওটি মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার আগে সল্টলেকের ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের একটি অংশ।

আরও পড়ুন- আমেরিকায় ফের হামলা ট্রাম্পের উপর ! গল্ফ ক্লাবে চলল গুলি ! অস্ত্র হাতে গ্রেফতার ১

কুণাল ঘোষ আরও জানিয়েছেন, ‘‘এই অডিও কারও টেলিফোনকথন নয়। এটি ওঁদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা।’’ সেই অডিওতে শোনা গিয়েছে, ‘‘কালীঘাট থেকে ডাক আসার পর সেখানে যাওয়া এবং দাবিদাওয়া সম্পর্কে জুনিয়র ডাক্তারেরা আলোচনা করছেন। কেউ কেউ সরকারের দাবি মেনে বৈঠকের পক্ষে। কেউ কেউ আবার ভিডিওগ্রাফি বা সরাসরি সম্প্রচারের দাবিতে অনড় থাকতে চাইছেন। সুপ্রিম কোর্টে আগামী মঙ্গলবারের শুনানি নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন কেউ কেউ।’’

কুণাল ঘোষের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগে ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ থেকেই স্পষ্ট, আন্দোলনকারীদের একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিলেন কালীঘাটে। তৃণমূল নেতা কুণাল ঘোষের এই বক্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের মন্তব্য, ‘‘ওঁর এই অডিও রাজনীতি বন্ধ করা উচিত।’