সন্দীপের আবেদন খারিজ

Sandip Ghosh: ‘অভিযুক্ত ঠিক করবে না, তদন্ত কীভাবে চলবে!’ সুপ্রিম কোর্টে খারিজ সন্দীপ ঘোষের আবেদন

কলকাতা: সুপ্রিম কোর্টে খারিজ সন্দীপ ঘোষের পিটিশন। বৃহস্পতিবার আরজি কর কাণ্ডের শুনানি না হলেও শুক্রবার সন্দীপ ঘোষের পিটিশনের উপর শুনানি হয়। ভার্চুয়ালি সেই শুনানিতে যোগ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আর সন্দীপ ঘোষের শুনানিতেই প্রধান বিচারপতি বলেন, ”আমরা আছি নিরপেক্ষভাবে যাতে তদন্ত হয় সেটা দেখার জন্য। সিবিআইকে তদন্ত করতে দিন। আমরা রিপোর্ট চেয়েছি। একজন অভিযুক্ত কখনও ঠিক করে দিতে পারে না, কীভাবে তদন্ত চলবে।” আর্থিক দুর্নীতির তদন্তের আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সিবিআইকে।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করছে সিবিআই। তদন্ত সূত্রেই গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতিতে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ। এই মামলায় রক্ষাকবচের আবেদনও করেছিলেন। ঘটনাচক্রে, সেই মামলাতেই সোমবার রাতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি। সুপ্রিম কোর্টে সন্দীপের দায়ের করা মামলার শুনানি হল শুক্রবার। আর সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: সাতসকালে সন্দীপের বাড়িতে ইডি! আরজি কর দুর্নীতি মামলায় আরও ‘তিন’ বাড়িতে ইডি হানা! কে কে?

আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় ইডিকে দিয়ে তদন্ত করাতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুর্নীতির পাশাপাশি মৃতদেহ এবং বায়ো মেডিক্যাল বর্জ্য পাচার, তোলাবাজির অভিযোগও এনেছিলেন তিনি। ইডি তদন্তের আর্জির প্রেক্ষিতে গত ২৩ অগস্ট হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের পর্যবেক্ষণ ছিল, একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি জটিল এবং সময়সাপেক্ষ হতে পারে। তাই মূল ঘটনার সঙ্গে ওই হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তও সিবিআই করবে বলে জানিয়েছিল উচ্চ আদালত। আদালতের নির্দেশের পরই এফআইআর দায়ের করে সিবিআই তদন্ত শুরু করে। গ্রেফতার করা হয় সন্দীপকে।

এদিকে, আরজি কর দুর্নীতি মামলায় এদিনই ময়দানে নেমেছে ইডি। সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী দল। দুর্নীতি মামলায় এবার তল্লাশির জন্য শুক্রবার সকাল সকাল সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যায় ইডির টিম। এছাড়াও আরও নানান জায়গায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।