সরস্বতী প্রতিমা বিসর্জনে হার মানাবে দুর্গাপুজোর উন্মাদনা হার মানাবে দুর্গাপুজোকে

Saraswati Puja 2024: দুর্গাপুজোর উন্মাদনাকেও হার মানাবে, গৌড়েশ্বর নদীতে সরস্বতী বিসর্জন যেন এক উৎসব

উত্তর ২৪ পরগনা: দুর্গাপুজোর উন্মাদনা পিছনে পড়ে যাবে গৌড়েশ্বর নদীতে সরস্বতী প্রতিমা বিসর্জন ঘিরে উৎসবের আমেজের কাছে। দেখলে মনে হবে এ যেন সুন্দরবনে গৌড়ড়েশ্বরে দুর্গাপুজোর বিসর্জন চলছে। মহাধুম ধাম করে সুন্দরবন এলাকার গৌড়েশ্বর নদী বক্ষে একাধিক নৌকায় প্রতিমা নিরঞ্জন হয়, যা চাক্ষুষ করতে উপস্থিত নদীর দু’পাশে হাজার হাজার মানুষ।

আরও পড়ুন: পরিবেশকর্মীদের আন্দোলনে বদল সরকারি সিদ্ধান্তে, উন্নয়নমূলক কাজে নতুন নীতি বাংলায়

উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের গৌড়েশ্বর নদীর একদিকে মামুদপুর ও অপরদিকে বিশপুর। দুই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে গৌড়েশ্বর নদী। হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ক্লাব এবং বাড়ির প্রতিমা নিয়ে গৌড়েশ্বরে হাজির হন উদ্যোক্তারা। নদীবক্ষে চলে কয়েক ঘণ্টার পরিক্রমা। নদীর দুই তীরে সরস্বতী পুজো উপলক্ষ্যে বসে যায় মেলা। প্রতিমা নিরঞ্জনের এই চেনা ছবি বহুদিনের। প্রতিমা নিরঞ্জন উপলক্ষে এলাকায় রীতিমতো উৎসবের পরিবেশ গড়ে ওঠে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

প্রতিমা বিসর্জনের সময় গৌড়েশ্বর নদীর দু’পাড়ে সুন্দরবন এলাকার বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন। আর বিকেল গড়িয়ে সন্ধে নামলেই আতশবাজির ঝলক আপনাকে মুগ্ধ করবে। গ্রাম বাংলার জীবনরেখায় মানব জীবনের চরম ব্যস্ততার মাঝে একফালি আনন্দের পশরা নিয়ে প্রতিমা নিরঞ্জন উপলক্ষে যেন রঙের ছটায় ছড়িয়ে দিল। পাশাপাশি নিরঞ্জনে আসা সেরা প্রতিমাকে পুরস্কৃতও করা হয়। যা দুর্গাপুজোর পাশাপাশি সরস্বতী পুজোতে সমান উন্মাদনায় মেতে ওঠেন এলাকার মানুষ।

জুলফিকার মোল্লা