জজানে থিমের চমক সরস্বতী পুজোতে

Saraswati Puja 2024: গ্রামের পুজোয় থিমের লড়াই, কে কাকে টেক্কা দেবে

মুর্শিদাবাদ: দুর্গাপুজো বা কালীপুজোতে থিমের চমক নজর কাড়ে মানুষের। এবার সরস্বতী পুজোর থিমেও একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলে‌ও। মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের অন্তর্গত জজান গ্রামে একসঙ্গে প্রায় ১৫ টি বড় সরস্বতী পুজো হয়। একে অপরকে টেক্কা দিচ্ছে থিমের লড়াইয়ে।

আরও পড়ুন: বন্যপ্রাণীদের বাঁচাতে প্লাস্টিক সাফাই অভিযান

মফস্বল থেকে একটু দুরে অবস্থিত এই জজান গ্রাম। তবে এই গ্রামে একাধিক পুজোতে চমক দিয়ে থাকেন উদ্যোক্তারা। কোথাও থিমে ফুটিয়ে তোলা হয়েছে মোবাইল ফোনে আবদ্ধ ছাত্র সমাজ, কোথাও বা ফুটিয়ে তোলা হয়েছে মায়াপুর ইসকন মন্দির। আবার ফুটিয়ে তোলা হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কেদারনাথ মন্দির। সঙ্গে আছে বাহারী আলোকসজ্জা।

মুর্শিদাবাদের এই গ্রামে নদিয়া থেকে আসে প্রতিমা। কোথাও দুই লক্ষ টাকা, কোথাও বা তিন লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে মণ্ডপসজ্জা। সরস্বতী পুজোর দিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই এই বছর সরস্বতী পুজো দেখতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় জজান গ্রামে। মূলত সরস্বতী পুজো উপলক্ষে বিখ্যাত এই গ্রাম। শুধু মুর্শিদাবাদ জেলা নয়, বিভিন্ন জেলা থেকেই পর্যটকরা আসেন সরস্বতী পুজো দেখতে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

উদ্যোক্তারা জানান, জজান গ্রামে ছোট-বড়, পারিবারিক মিলিয়ে প্রায় ৩৫ টি পুজো হয়। তবে প্রত্যেক পাড়ার সঙ্গে অন্য ক্লাবের প্রতিযোগিতা থাকে সরস্বতী পুজোকে কেন্দ্র করেই। তবে এই সুস্থ প্রতিযোগিতা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন গ্রামবাসীরা।

কৌশিক অধিকারী