মুর্শিদাবাদ: বেহাল অবস্থা মিড-ডে মিলের শেড। প্রায় ছ লক্ষ টাকায় তৈরি হওয়া মিড ডে মিলের শেড বেহাল অবস্থায় পরিনত হয়েছে। ঘটনাটি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সাতঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, প্রায় ছয় লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিলের খাবারের শেড।
শেডে বসে খাবার খাওয়ার একাধিক জায়গা টাইলস্ ভেঙে থাকার কারণে ছোট ছোট শিশু পড়ুয়াদের হাত-পা কেটে যাওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় করে মিড ডে মিলের শেড নিম্নমানের কাজ সম্পূর্ণ করা হয়েছিল। সাতঘড়িয়া প্রাথমিক স্কুলে ছোট ছোট শিশু পড়ুয়াদের জন্য তৈরি হওয়া মিড ডে মিলের শেডের কাজেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের।
আরও পড়ুন: নয়া সাজে সাজছে জঙ্গিপুর রোড স্টেশন! থাকছে চোখ ধাঁধানো টেরাকোটার কাজ
দ্রুত তদন্ত হওয়া উচিত বলে দাবি করছেন অভিভাবকরা। যদিও স্কুলের প্রধান শিক্ষক বলেন, ছোট ছোট শিশু পড়ুয়াদের হাত পা কেটে যাওয়ায় মিড ডে মিলের শেডে যেসব জায়গা গুলো ভেঙে রয়েছে আমার নজরে আসতেই বিষয়টি আমি বেসরকারি ঠিকাদার সংস্থাকে জানিয়েছি। ঠিকাদার সংস্থা বলেছন তিন দিনের মধ্যেই ঠিক করে দেবে। যদিও নিম্নমানের কাজ হয়েছে এমনটাই অভিযোগ তুলেছেন অভিভাবক থেকে শুরু করে ওই এলাকার পঞ্চায়েতে সদস্যও। অবিলম্বে সংস্করণের দাবি করেছেন সকলেই।
কৌশিক অধিকারী