বাড়ির দরজার সামনে নোটিশ সেঁটে দিল ইডি 

North 24 Parganas News: শাহজাহানের বাড়ি সিল, ৫ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়ে নোটিশ সেঁটে দিল ইডি

সন্দেশখালি: শাহজাহানের বাড়ি সিল, ৫ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়ে নোটিশ সেঁটে দিল ইডি। রেশন বণ্টন দুর্নীতি মামলায় বুধবার ফের সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

গত ৫ জানুয়ারি তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সে দিন ইডি আধিকারিকেরা নেতার বাড়িতে ঢুকতেই পারেননি। উল্টে বাড়ির বাইরে তাঁরা আক্রান্ত হন। এই ঘটনার ১৯ দিন পরে বুধবার আবার সন্দেশখালি অভিযানে যান ইডি।

তদন্তের প্রথম দিন থেকে থেকেই শাহজাহানের কোনও সন্ধান নেই। এদিন সকালে তালা ভেঙে শাহজাহানের বাড়িতে ঢোকে ইডি। ভাঙা হয় আলমারিও। ভিতরে চিরুনিতল্লাশি চালানো হয়। তার পর দুপুরে ইডি আধিকারিকেরা ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন।

তবে যাওয়ার আগে বাড়ির দরজায় সেঁটে দেওয়া হয়েছে নোটিশ।  তাতে লেখা আছে, রেশন মামলায় শাহজাহানের হাজিরা জরুরি। ২৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে শাহজাহানকে কলকাতায় ইডি দফতরে হাজিরা দিতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে বেশ কিছু নথিও। তবে শাহজাহানের বাড়িটি সিল করে দিয়ে গেলেন ইডি আধিকারিকেরা।

জুলফিকার মোল্যা