প্রকৃতি ভবন 

Shantiniketan Tourism Attraction: প্রকৃতির টানে, প্রকৃতির মাঝে যেন ‘বল্লভপুরের রূপকথা’…শান্তিনিকেতনে গেলে অবশ্যই আসুন এই জাদুঘরে

সৌভিক রায়, বীরভূম: বোলপুর অনেকবার গেছেন তবে কোনওদিন ঘুরে এসেছেন প্রকৃতি ভবন? আসলে প্রকৃতি ভবন নাম এর পিছনে রয়েছে এক বিশেষ কারণ।এখানে গেলে আপনি দেখতে পাবেন প্রকৃতির নানা জিনিস।প্রকৃতি ভবন বা প্রকৃতি আর্ট মিউজিয়ামটি বীরভূম জেলার শান্তিনিকেতনের বল্লভপুর এলাকায় অবস্থিত।এটি সম্ভবত বিশ্বের খুব কম জাদুঘরগুলির মধ্যে একটি, যা শুধুমাত্র প্রকৃতির মহিমা এবং অনুগ্রহের উপর কেন্দ্র করে এবং এটি অনুপ্রাণিত করেছে এমন অনেক শিল্পকর্ম।

এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে-কোন সময় গেলে আপনি দেখতে পাবেন এবং কত টাকা পড়বে খরচ? প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত খোলা থাকে।আর প্রকৃতি ভবনে প্রবেশের জন্য আপনাকে দিতে হবে মাত্র ৩০ টাকা।যদি আপনি ছবি তুলতে চান তাহলে ২০ টাকা অতিরিক্ত ফি দিতে হবে আর এই ২০ টাকার বিনিময়ে আপনি যত খুশি ভিডিও ও ছবি তুলতে পারবেন।আর ছ’ বছরের কম বয়সি শিশুদের বিনামূল্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

পুরো প্রকৃতি ভবন একবার ঘুরে দেখার পর প্রকৃতি ভবনের একদম শেষে মিউজিয়ামের ক্যান্টিনে আপনার পছন্দের এক কাপ চা এবং স্ন্যাকস খেয়ে ফেলতে পারেন।আর তারপর আপনি গ্রামীণ হস্তশিল্পের পণ্যগুলির জন্য বিখ্যাত কাছের অমর কুটিরে ঘুরে বেড়ানো বেছে নিতে পারেন।ইকো-ট্যুরিজম রুটে চলতে চলতে প্রকৃতি ভবনের বিপরীতে রয়েছে হরিণ অভয়ারণ্য এবং দুটি বড় জলাশয়, যা শীতকালে বেশ কিছু পরিযায়ী পাখির আবাসস্থল হয়ে ওঠে।এই প্রকৃতি ভবন হতে পারে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন এটার বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন : দুর্গাপুজোর উদ্যোক্তাদের জন্য সুখবর! লাইনে দীর্ঘ অপেক্ষার দিন শেষ! এ বার এক ক্লিকেই হাতের মুঠোয় সব অনুমতি

প্রকৃতি ভবনের দায়িত্বে থাকা জয়তী দাস জানান প্রকৃতি ভবন মূলত ট্রাস্ট এর অন্তর্ভুক্ত।রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার এর যৌথ উদ্যোগে এই ভবন চলে।এবং বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় থাকে।