ইস্টবেঙ্গলের ডিজিটাল ব্যানার উদ্বোধন শান্তিপুরে

Nadia News: শান্তিপুরে ‘লাল-হলুদ’ ব্যানার উদ্বোধন নিয়ে বিতর্ক চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ-মেরুনের সঙ্গে!

মৈনাক দেবনাথ, শান্তিপুর: নদিয়ার শান্তিপুরে লাল হলুদ ব্যানার উদ্বোধন নিয়েও চাপানউতর, বিতর্ক চির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে । শান্তিপুরে ইস্টবেঙ্গলের সমর্থকদের গড়ে তোলা সংস্থা ‘গর্ব আমার লাল হলুদ’-এর পক্ষ থেকে ২০ ফুট লম্বা এবং ১০ ফুট চওড়ার এক বিশাল ডিজিটাল প্রিন্টের ব্যানার উদ্বোধন করা হয়। শান্তিপুরের আবেগকে গায়ে জড়িয়ে নিতে শান্তিপুর পুরসভার সামনে অজয় দে স্মৃতি পার্কের সামনে, ‘‘ভালবাসার শহর শান্তিপুর’’ লেখা আলোর সামনে দাঁড়িয়ে সন্ধ্যায় এই উদ্বোধন করেন সংস্থার সদস্য এবং সদস্যরা। এ প্রসঙ্গে তারা জানান, এতদিন তারা যখন খেলা দেখতে যেতেন তখন ছোট ফ্ল্যাগ নিয়ে যেতেন, কিন্তু দর্শকাসনে তা টাঙ্গানোর উপযুক্ত ছিল না তবে এবার থেকে খেলা দেখা আরও সুসজ্জিত এবং আবেগময় হয়ে উঠবে।

আরও পড়ুন-বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল

খেলার মাঠে চিরাচরিত প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের ব্যানার প্রকাশ নিয়ে মোহনবাগান বলবে না এমন তো আর হয় না! শান্তিপুরের মোহনবাগান সমর্থকদের সংস্থা ‘শান্তিপুর মেরিনার্স’-এর পক্ষ থেকে বলা হয়, ‘‘ওরা নতুন করেছে তাই লাফাচ্ছে শান্তিপুরের মোহনবাগানের ব্যানার আজ থেকে প্রায় পাঁচ বছর আগেই বিভিন্ন রাজ্যে ঘুরে এসেছে। যদিও ছোট সাইজের এবং সে সময়কার মতো বলে ডিজিটাল প্রিন্ট হয়নি। খেলাটাই হল আসল,ব্যানার ছোট কিংবা বড়-সেটা ঘটনা না। বিগত দু’বছরের খেলার নিরিখে আমাদের টিম এখনও ২ নম্বরে ওদের খুঁজতে হচ্ছে দূরবীন দিয়ে। সম্প্রতি দ্বিতীয় শ্রেণীর একটি টুর্নামেন্টে ১২ বছর বাদে প্রত্যেক দল তার দ্বিতীয়টির নামালেও ইস্টবেঙ্গল পূর্ণশক্তির নিয়ে নেমেছে তাও পিছনের দরজা দিয়ে। ২০১৯-২০-তে আই লিগ জয়ী হয়ে মোহনবাগান আইএসএল পেয়েছিল যা ইস্টবেঙ্গলের সারা জীবনের তপস্যা ।’’