সুমিত 

Durga Puja 2024: সুমিতের তৈরি প্রতিমার শোলার সাজ যাবে ভিন রাজ্যে! প্রশিক্ষণ ছাড়াই কাজে মুগ্ধ সকলে

পূর্ব বর্ধমান: মা দুর্গার শোলার সাজ তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছে পূর্ব বর্ধমানের এই যুবক। কোনও প্রশিক্ষণ ছাড়া সে যা সাজ তৈরি করছে, তা দেখলে রীতিমত অবাক হবেন। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের বারোয়ারীতলার বাসিন্দা সুমিত সাহা। এবার দুর্গা পুজোর আগে সুমিতের তৈরি শোলার সাজ পাড়ি দেবে ভিন রাজ্যে। যদিও এর আগে সুমিতের তৈরি শোলার সাজ গিয়েছিল বিদেশেও। অনলাইনের দৌলতে সুমিতের তৈরি শোলার সাজের কদর বেড়েছে।

সুমিতের পরিবারে কেউ কখনও এই শোলার কাজ করেনি। তাকে হাতে ধরে কাজ শিখিয়ে দেওয়ার মত কেউ ছিলনা। কিন্তু সম্পূর্ণ নিজের চেষ্টায় এই কাজ শিখেছে সুমিত। তবে শুরুটা হয়েছিল একটু অন্যরকম ভাবে। সুমিত এই প্রসঙ্গে জানিয়েছে,”সে যখন ছোটবেলায় কুমোর পাড়া বিদ্যালয়ে যেত তখন, কুমোর দের ঠাকুর তৈরি দেখত। পরবর্তীতে নিজেই বাড়িতে একটা ছোট দুর্গার মূর্তি তৈরি করে। সেই দুর্গার সাজ বানানোর জন্য সুমিত সাজ তৈরি শেখে নিজের চেষ্টায়। তারপর থেকে সেই সাজ দেখে অনেকেই তাকে অর্ডার দিতে শুরু করে সাজ তৈরির জন্য।”

আরও পড়ুন: জমিদারি নেই, তবু আজও রস সাহিত্যিকের পৈতৃক বাড়ির পুজোয় অটুট সাবেকিয়ানা

প্রথমে ঠাকুর তৈরি এবং তারপর চেষ্টা সাজ তৈরির। এভাবেই শুরু করেছিল সুমিত। পরবর্তীতে ধীরে ধীরে তার শোলার সাজের কদর বাড়তে থাকে। আসতে থাকে টুকটাক ছোট খাটো সাজ তৈরির অর্ডার। আর এরকম ভাবেই ২০২২ সালে সর্বপ্রথম, সুমিত তার নিজের হাতে তৈরি সাজ পাঠিয়েছিল মরিশাস। এভাবেই চলতে থাকে তার সাজ তৈরির কাজ। কয়েকদিন পরেই দুর্গাপুজো, বেশ কিছু অর্ডারও পেয়েছে সুমিত। জেলা তথা রাজ্য ছাড়িয়ে পূর্ব বর্ধমানের সুমিতের হাতের কাজ যাবে, বিহারের কাটিহার এবং অসমের ডিব্রুগড়ে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বনোয়ারীলাল চৌধুরী