IPL 2024 Shreyas Iyer

IPL 2024 Shreyas Iyer: ফাইনালে উঠে অধিনায়ক হিসাবে অনন্য নজির গড়লেন শ্রেয়স আইয়ার, পারেননি ধোনি-রোহিতও

আহমেদাবাদ: হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম প্লে-অফ জিতে আইপিএল ফাইনালে উঠেছে কলকাতা। ব্যাটারদের তাণ্ডবে ৩৮ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছে কলকাতা। শুধু তাই নয়, প্লে-অফের ম্যাচেই ছন্দে ফিরেছেন শ্রেয়স আইয়ার, তাঁর ২৪ বলে অপরাজিত ৫৮-র জবাবে ফাইনালে উঠতে সমস্যা হয়নি কলকাতার।

আরও পড়ুন: আইপিএল কি এ বার জিততে চলেছে কলকাতাই? কী বলছে গত ছ’বছরের ট্রেন্ড

ব্যাটিং নয়, অধিনায়কত্ব করে অনন্য নজির গড়লেন শ্রেয়স। আইপিএলে প্রথম কোনও অধিনায়ক হিসাবে দু’টি আলাদা আলাদা দলের হয়ে ফাইনালে উঠলেন শ্রেয়স। এর আগে অনেক অধিনায়কই একাধিক বার দলকে ফাইনালে তুলেছ‍েন। চেন্নাইকে ১০ বার ফাইনালে তুলেছেন ধোনি, রোহিতের নেতৃত্বে মুম্বই আইপিএল ফাইনালে উঠেছে ৫ বার, এ ছাড়াও পান্ডিয়া এবং গম্ভীর নিজের দলকে দুই বার আইপিএলের ফাইনালে তুলেছেন। কিন্তু শ্রেয়স আইয়ারের মতো দুটো আলাদা দলের হয়ে আইপিএলের ফাইনালে ওঠার নজির আর কারও নেই।

আরও পড়ুন: নারিনের মুকুটে নতুন পালক, প্লে-অফের ম্যাচে ব্যাটে-বলে বিরল নজির গড়লেন কেকেআর তারকা

অধিনায়ক হিসাবে এর আগে ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের ফাইনাল খেলেছেন শ্রেয়স। সেই বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচ উইকেটে হেরে আইপিএল হাতছাড়া হয় দিল্লির। এ বার কলকাতার হয়ে আইপিএলের ফাইনালে উঠলেন শ্রেয়স। ২৬ তারিখ চেন্নাইয়ের মাঠে ফাইনাল খেলবে কলকাতা। দিল্লির হয়ে আইপিএল জিততে পারেননি, এ বার পারবেন কী?