অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে জমায়েত।

Sick Workers Protest: নাকে অক্সিজেন নল, সঙ্গে সিলিন্ডার নিয়ে কারখানার গেটের সামনে কর্মীরা!

পশ্চিম বর্ধমান: কর্মীরা সকলে তখন যাওয়া আসা করছেন। হঠাৎ করে কারখানার মূল গেটের সামনে জমায়েত। একটু ভাল করে দেখে সকলেই চমকে উঠলেন। হঠাৎ কারখানার গেটের সামনে এত মুমূর্ষু রোগীদের ভিড় কেন! পরে জানা গেল সত্যিটা। ওঁরা সকলেই ওই কারখানার কর্মী। এখনও চাকরি আছে। কিন্তু শারীরিক অক্ষমতা আর কর্মস্থলে আসতে দেয় না।

কারোর নাকে লাগানো অক্সিজেনের পাইপ, সঙ্গে নিয়ে এসেছেন অক্সিজেন সিলিন্ডার। কেউ হাঁটতে পারেন না। কাউকে প্রত্যেক মাসেই নিতে হয় কেমোথেরাপি। কারোর আবার ঘাড়ের উপর বিশাল আকারের টিউমার। এমনই সব মানুষজনকে দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার সামনে ভিড় করতে দেখা যায়। কর্তৃপক্ষের অবিচারের প্রতিবাদে ভগ্নপ্রায় শরীর নিয়েই তাঁরা কারখানার গেটের সামনে হাজির হয়েছেন। কারণ তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়নি।

আরও পড়ুন: দাদুর শ্রাদ্ধের দিন নদীতে তলিয়ে গেল দুই শিশু!

এই অসুস্থ কর্মীরা চান স্বেচ্ছাবসর। কারণ শারীরিক অসুস্থতা তাদের অক্ষম করে দিয়েছে। সেই অক্ষমতার জন্য তাঁরা আর কাজ করতে পারছেন না। নিয়মিত করাতে হচ্ছে চিকিৎসা। তার জন্য প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। কিন্তু কাজে যোগ দিতে না পারার জন্য বেতন পাচ্ছেন না। সব মিলিয়ে মহা ফ্যাসাদে পড়েছেন। তাই স্বেচ্ছায় অবসর নিতে চান। কারোর তিন থেকে চার বছর চাকরি বাকি আছে। কারোর আরও বেশিদিন চাকরি বাকি রয়েছে। কিন্তু এই অবস্থায় তাঁদের কাজ করা অসম্ভব।

এই অসুস্থ কর্মীরা স্বেচ্ছায়বসর নিতে চান, পরিবর্তে তাঁদের পরিবারের কাউকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন। তাহলে অন্তত তাঁরা সুষ্ঠুভাবে চিকিৎসা করাতে পারবেন। পারবেন ঘর সংসার চালাতে। কিন্তু কর্তৃপক্ষ সেই দাবি না মানায় কার্যত অসুস্থ শরীর নিয়েই তাঁরা প্রতিবাদে সামিল হন।

নয়ন ঘোষ