রেজিন জুয়েলারি

Siliguri News: সব পোশাকের সঙ্গেই ঝলমল করবে এই বিশেষ গয়না! পুজো মাতাতে তিতলি কী আনলেন দেখুন…!

শিলিগুড়ি: পুজোয় শাড়ি বা পোশাক তো অনেক হল, তবে শাড়ির সঙ্গে মানানসই গয়না না হলে তো সাজটাই সম্পূর্ণ হবে না। পুজোর ক’দিন অনেকেই সাবেকি সাজপোশাক ভালবাসেন। আবার অনেকে এমনও আছেন যাঁরা পুজোর ক’দিন সাবেকি সাজের পাশাপাশি পশ্চিমি পোশাক পরতেও স্বচ্ছন্দ। পোশাক যা-ই হোক না কেন, তার সঙ্গে মানানসই গয়না কিনতেই হবে। গয়না এমন হবে যা আপনার সাজকে আরও বেশি সমৃদ্ধ করবে। তবে এবার রেজিন জুয়েলারি তৈরি করে শহর মাতাচ্ছে শিলিগুড়ির এই মেয়ে দেবীপর্ণা। তবে সবাই তাকে তিতলি বলেই চেনে।

আরও পড়ুন- মাকে ‘স্ত্রী’ করতে চেয়ে ৬০ বছরের বিধবাকে ধর্ষণ ছেলের! শাস্তি হল ‘দানব’-এর

এখন প্রশ্ন হল রেজিন আর্ট কী? রেজিন আসলে এমন একটি কেমিক্যাল যা শুকিয়ে গেলে শক্ত হয়ে চকচকে, শক্ত এবং মসৃণ প্লাস্টিক হয়ে যায়। এটি কাচের মত পরিষ্কার, কিন্তু যখন কোনো চিত্রকলার সঙ্গে মিশিয়ে দেওয়া হয় বা অন্যান্য বস্তুর উপর ঢেলে দেওয়া হয়, তখন এটি শিল্প এবং কারুশিল্পের একটি অত্যাশ্চর্য জিনিসে পরিণত হয়। আজকাল রেজিন আর্ট ভীষণ ট্রেন্ডিং। শিলিগুড়ি তিলক সাধু মোড়ের বাসিন্দা তিতলি। গোটা শহরে রেজিন আর্টিস্ট হিসেবে তিতলির বেশ নামডাক রয়েছে। তিতলির তৈরি রেজিন আর্ট শহর ছাড়িয়ে আজ গোটা রাজ্যে বিখ্যাত। এমনকি দেশের ভিন্ন জায়গা থেকে অর্ডার আসে তাঁর কাছে। এবার তিতলি হাজির হয়েছে রেজিন জুয়েলারি নিয়ে।

আরও পড়ুন- নিম্নচাপ ফুঁসছে ঠিক ‘এইখানে’! উত্তর থেকে দক্ষিণ সারা সপ্তাহের আবহাওয়ার আপডেট দেখে নিন!

তিতলি বলেন, “পুজোর সময় সকলেই চায় একটু জামা কাপড়ের সঙ্গে জুয়েলারির যেন মিল থাকে। তাকে যেন দেখতে সুন্দর দেখায়। তাই তাদের জন্য এই রেজিন জুয়েলারির সম্ভার নিয়ে হাজির হয়েছি। আমার এখানে সব ধরনের এথনিক থেকে শুরু করে মডার্ন সব রকমের রেজিন জুয়েলারি আছে। তাই পুজোয় যদি একটু অন্যরকম জুয়েলারি পড়তে চায় তাহলে তারা আসতে পারেন।”

তিতলির তৈরি এই সমস্ত জুয়েলারি কিংবা রেজিন আর্টের আরও নানা জিনিস নামমাত্র খরচেই আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন।

অনির্বাণ রায়