ভোটগ্রহণ কেন্দ্রের সামনে অপেক্ষায় বৃদ্ধ দম্পতি।

Lok Sabha Election 2024: ভোট উত্তাপ মাখতে বাড়ির বদলে বুথের লাইনে ১০০ বছরের বৃদ্ধা!

পশ্চিম মেদিনীপুর: গত পাঁচটি দফার মত ষষ্ঠ দফাতর ভোটেও মানুষের উৎসাহ দেখা গেল। কমিশনের হিসাব অনুযায়ী এদিন বাংলার আটটি লোকসভা কেন্দ্র সার্বিকভাবে ভোট পড়েছে ৭৭.৯৯ শতাংশ। এরমধ্যে ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭৮.৯২ শতাংশ।

এদিন সকাল সাতটা বাজার আগে থেকেই বিভিন্ন কেন্দ্রের বুথগুলির সামনে ভোটারদের দীর্ঘ লাইন নজরে এসেছে। গণতন্ত্রের এই উৎসবে নবীদের পাশাপাশি ব্যাপকভাবে অংশগ্রহণ করেছেন প্রবীণরাও। ভোটের দিন সকালে ঘাটাল লোকসভার ১০৭ নম্বর বুথে সকাল সকাল ভোট দিতে চলে আসেন বিভা সামন্ত। প্রাতঃভ্রমণে বেরিয়ে একেবারে ভোট দিয়ে বাড়ি ফেরেন ৭৫ বছর বয়সী এই বৃদ্ধা।

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুন: গড় কাঁথি ধরে রাখতে পারবে অধিকারীরা? উত্তরের সন্ধানে সকাল সকাল ভোট সৌমেন্দুর

ভোটগ্রহণ কেন্দ্রে লম্বা লাইন পড়ার আগে বুথে চলে এসেছিলেন রুপা চাঙরি ও মহেশ চাঙরি নামে এক প্রবীণ দম্পতি। মহেশবাবু বয়সের ভারে এখন অনেকটাই মুহ্যমান। তাই স্ত্রীর কাঁধে ভর দিয়ে বুথে এসে অংশগ্রহণ করেন গণতন্ত্রের সব থেকে বড় উৎসবে।

ঘাটাল লোকসভা এলাকার সুলতানপুরের অন্যতম বয়স্ক ভোটারও পৌঁছে এসে। বৃদ্ধার ছেলের বয়স ৬০ বছরের বেশি। সেই বীণাপাণি সাধুর ছেলে জানিয়েছেন, মায়ের বয়স ১০০’র কাছাকাছি। তবুও তিনি বাড়িতে ভোট না দিয়ে বুথে ভোট দিতে এসেছেন।