বাজেয়াপ্ত হওয়া ফোন এবং ল্যাপটপ

Gambler Arrested: জুয়ারিদের ধরতে উঠে এল আরও মারাত্মক তথ্য! অবাক পুলিশও

নদিয়া: জুয়াড়িদের গ্রেফতার করতে গিয়ে মারাত্মক তথ্য পুলিশের হাতে উঠে এল। গোপনসূত্রে খবর পেয়ে অনলাইন প্রতারণা চক্রের ছয় ব্যাক্তিকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শান্তিপুর লেবুতলা পাড়ায় ছয় যুবক একটি জায়গায় বসে অনলাইন জুয়া চক্র চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ সূত্রের খবর, ধৃত ছয় যুবকের কাছ থেকে তিনটি ল্যাপটপ এবং দশটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাওয়া গিয়েছে নগদ ৩৫ হাজার ৪৫০ টাকা। ধৃতদের মধ্যে তিন যুবককে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রানাঘাট মহকুমা আদালত।

আর‌ও পড়ুন: নিমন্ত্রণ খেতে যাওয়াটাই কাল! হেলমেট পরেও লাভ হল না যুবকের

ধৃত ছয় যুবক হল- নাম সোমনাথ পাল (২৪), বাড়ি পূর্ব বর্ধমানের কালনা জাপট পালপাড়া এলাকায়। ইন্দ্রজিৎ পাল (২৪), বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা নিচু জাপট এলাকায়। দীপু ব্যানার্জি (২৩), বাড়ি ঝাড়খণ্ডের দিবাকর নগর এলাকায়। রঞ্জন কুমার যাদব (১৯), বাড়ি বিহারে। সুধীর কুমার (১৯), বাড়ি বিহার। অপর যুবকের নাম পুষ্কর দাস (১৯), বাড়ি উত্তর ২৪ পরগনার আমডাঙ্গায়।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়া এলাকায়। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা এবং এদের দল আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

মৈনাক দেবনাথ