ব্যবসায় বিপুল আয়

Money Making Tips: ১২ মাসই দু-হাত ভরে আসবে টাকা! সামান্য পুঁজিতে শুরু করুন এই কাজ, টাকার পাহাড়ে বসবেন

*এবার আম চাষ করে লাভবান হতে পারবেন আপনারাও। থাই প্রজাতির এমন এক আম গাছ রয়েছে, যা লাগিয়ে আপনারাও ভাল টাকা উপার্জন করতে সক্ষম হবেন। চিন্তার কোনও কারণ নেই অল্প পরিমাণ অর্থ ব্যয় করলেই এই আম চাষ করা সম্ভব। প্রতিবেদনঃ বনোয়ারীলাল চৌধুরী। প্রতীকী ছবি। 
*এবার আম চাষ করে লাভবান হতে পারবেন আপনারাও। থাই প্রজাতির এমন এক আম গাছ রয়েছে, যা লাগিয়ে আপনারাও ভাল টাকা উপার্জন করতে সক্ষম হবেন। চিন্তার কোনও কারণ নেই অল্প পরিমাণ অর্থ ব্যয় করলেই এই আম চাষ করা সম্ভব। প্রতিবেদনঃ বনোয়ারীলাল চৌধুরী। প্রতীকী ছবি। 
*বাড়ির পাশে বেশ কিছুটা জায়গা, অথবা একটু বড় মাপের ছাদ এই আম চাষের জন্য যথেষ্ট। এই থাই প্রজাতির আম চাষের জন্য অধিক জায়গার কোনও প্রয়োজন নেই। ছোট্ট টব অথবা বস্তার মধ্যেও এই গাছ বসানো যাবে। প্রতীকী ছবি। 
*বাড়ির পাশে বেশ কিছুটা জায়গা, অথবা একটু বড় মাপের ছাদ এই আম চাষের জন্য যথেষ্ট। এই থাই প্রজাতির আম চাষের জন্য অধিক জায়গার কোনও প্রয়োজন নেই। ছোট্ট টব অথবা বস্তার মধ্যেও এই গাছ বসানো যাবে। প্রতীকী ছবি। 
*সাধারণত দেশি আম গাছ থেকে বছরে একবার ফলন পাওয়া যায়। কিন্তু এই থাই প্রজাতির আম গাছ থেকে সারাবছর ফলন পাওয়া যাবে। এই থাই প্রজাতির আম গাছটি 'অল টাইম ' আম গাছ , আবার বারোমাসি আম গাছ নামেও পরিচিত। প্রতীকী ছবি। 
*সাধারণত দেশি আম গাছ থেকে বছরে একবার ফলন পাওয়া যায়। কিন্তু এই থাই প্রজাতির আম গাছ থেকে সারাবছর ফলন পাওয়া যাবে। এই থাই প্রজাতির আম গাছটি ‘অল টাইম ‘ আম গাছ , আবার বারোমাসি আম গাছ নামেও পরিচিত। প্রতীকী ছবি। 
*পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে রয়েছে দেবারুন নার্সারি এবং এই দেবারুন নার্সারিতেই এই অল টাইম বা বারোমাসি আম গাছের চারা পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে নার্সারির কর্ণধার দেবেন্দ্রনাথ চক্রবর্তী ওরফে দিনু দাদু বলেন, "এটা খুব ভাল প্রজাতির গাছ। সারাবছর গাছে ফল এবং মুকুল থাকবে। অল্প জায়গার মধ্যে বসানো যাবে। সারাবছর গাছ থেকে ফলন পাওয়া যাবে।" প্রতীকী ছবি। 
*পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে রয়েছে দেবারুন নার্সারি এবং এই দেবারুন নার্সারিতেই এই অল টাইম বা বারোমাসি আম গাছের চারা পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে নার্সারির কর্ণধার দেবেন্দ্রনাথ চক্রবর্তী ওরফে দিনু দাদু বলেন, “এটা খুব ভাল প্রজাতির গাছ। সারাবছর গাছে ফল এবং মুকুল থাকবে। অল্প জায়গার মধ্যে বসানো যাবে। সারাবছর গাছ থেকে ফলন পাওয়া যাবে।” প্রতীকী ছবি। 
*বর্তমানে এই অল টাইম আম গাছের চারা ১৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে এই গাছের চারা ৩০-৩৫ টাকা থেকে শুরু করে ২৫০-৩০০ টাকা দামেরও পাওয়া যায়। গাছের ফলন এবং বয়স এর উপর অনেকটা নির্ভর করে গাছের দাম। প্রতীকী ছবি। 
*বর্তমানে এই অল টাইম আম গাছের চারা ১৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে এই গাছের চারা ৩০-৩৫ টাকা থেকে শুরু করে ২৫০-৩০০ টাকা দামেরও পাওয়া যায়। গাছের ফলন এবং বয়স এর উপর অনেকটা নির্ভর করে গাছের দাম। প্রতীকী ছবি। 
*সাধারণ ভাবে দেশি আম চাষ করতে গেলে অনেকটা জায়গার প্রয়োজন হয়, আবার বছরে মাত্র একবারই ফলন পাওয়া যায়। কিন্তু এই অল টাইম গাছ থেকে সারাবছর ব্যাপক পরিমাণে ফলন পাওয়া যাবে আবার গাছের জন্য জায়গাও কম লাগবে। স্বাভাবিক ভাবেই চাষের ক্ষেত্রে বেশ লাভজনক হবে এই আম গাছ। প্রতীকী ছবি। 
*সাধারণ ভাবে দেশি আম চাষ করতে গেলে অনেকটা জায়গার প্রয়োজন হয়, আবার বছরে মাত্র একবারই ফলন পাওয়া যায়। কিন্তু এই অল টাইম গাছ থেকে সারাবছর ব্যাপক পরিমাণে ফলন পাওয়া যাবে আবার গাছের জন্য জায়গাও কম লাগবে। স্বাভাবিক ভাবেই চাষের ক্ষেত্রে বেশ লাভজনক হবে এই আম গাছ। প্রতীকী ছবি। 
*নার্সারির কর্ণধার দেবেন্দ্রনাথ চক্রবর্তী আরও বলেন, "একটা গাছ থেকে বছরে ২০০০-৫০০০ পিস পর্যন্ত আম পাওয়া যেতে পারে। এই আম বাজারে অনেকসময় ৩০০-৩৫০ টাকা কেজিতেও বিক্রি হতে পারে। বর্তমানে বাজারে এই আমের চাহিদা রয়েছে।" প্রতীকী ছবি। 
*নার্সারির কর্ণধার দেবেন্দ্রনাথ চক্রবর্তী আরও বলেন, “একটা গাছ থেকে বছরে ২০০০-৫০০০ পিস পর্যন্ত আম পাওয়া যেতে পারে। এই আম বাজারে অনেকসময় ৩০০-৩৫০ টাকা কেজিতেও বিক্রি হতে পারে। বর্তমানে বাজারে এই আমের চাহিদা রয়েছে।” প্রতীকী ছবি। 
*তবে শুধু চাষের জন্য নয় , এখন অনেকে সখেও নিজেদের বাড়িতেই এই আম গাছ লাগাচ্ছেন। নার্সারির কর্ণধারের কথায় এই আম খেতেও অনেকটা সুস্বাদু এবং বাজারেও বেশ ভাল দামে বিক্রি করা সম্ভব। চাইলে আপনারাও এই থাই প্রজাতির আম গাছ কিনে চাষ শুরু করতে পারেন অথবা নিজের বাড়িতেও বসাতে পারেন। প্রতীকী ছবি।
*তবে শুধু চাষের জন্য নয় , এখন অনেকে সখেও নিজেদের বাড়িতেই এই আম গাছ লাগাচ্ছেন। নার্সারির কর্ণধারের কথায় এই আম খেতেও অনেকটা সুস্বাদু এবং বাজারেও বেশ ভাল দামে বিক্রি করা সম্ভব। চাইলে আপনারাও এই থাই প্রজাতির আম গাছ কিনে চাষ শুরু করতে পারেন অথবা নিজের বাড়িতেও বসাতে পারেন। প্রতীকী ছবি।