খুব সাবধান...! সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনছেন? ফাঁদে পড়লেই সব জলে

Mobile Phone: খুব সাবধান…! সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনছেন? ফাঁদে পড়লেই সব জলে

উত্তর ২৪ পরগনা: সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনছেন! তবে সে ক্ষেত্রে সাবধান হোন, না হলেই পড়তে হতে পারে বড় বিপদে। জেলা জুড়ে চুরির যাওয়া মোবাইল চক্র চালাচ্ছে হানা। মোবাইল চুরি করে সেই মোবাইল-ই আবার চলছে কেনাবেচা।

এবার তেমনই এক চক্রের হদিশ পেল নিউ ব্যারাকপুর থানার পুলিশ। তদন্তে নেমে ১২টি মোবাইল ফোন-সহ সোনার চেন উদ্ধার করল জেলা পুলিশ। পুলিশের হাতে গ্রেফতার হলেন মোবাইল চুরি চক্রের চার যুবকও। পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ তারিখ নিউ ব্যারাকপুর থানা এলাকার একটি বাড়িতে ভোররাতে চুরির ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘আপেল খেলে দূরে থাকবে ডাক্তার’! প্রবাদ মেনেই রোজ খাচ্ছেন ‘উপকারী ফল’? বড় ভুল, কাদের, কখন খেতে নেই আপেল? জেনে নিন

এরপর ওই চুরির ঘটনা তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরা দেখে নিউ ব্যারাকপুর এলাকার এক যুবককে ধরে পুলিশ। তাকে জিজ্ঞাসা করে আরও তিন যুবকের নাম উঠে আসে। ধৃত চক্রের মূল পাণ্ডা। এই প্রথম ধৃত যুবক চাঁদ ই। বিভিন্ন নামিদামি কোম্পানির বারটি মোবাইল। এরপরেই পুলিশ আরো জিজ্ঞাসা বাদ করে জানতে পারে, ধৃত ৪ যুবক-সহ আরও বেশ কয়েকজন এই ভাবেই চালাচ্ছে মোবাইল চুরি ও কেনা বেচার চক্র।

ইতিমধ্যেই ধৃতদের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মৃতদের পুলিশ হেফাজত নিয়ে আরো তদন্ত করে বাকি কারা জড়িত আছে তাদের খোঁজ চালানহবে বলে জানা গিয়েছে। চুরি যাওয়া মোবাইল গুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে নিউ ব্যারাকপুর থানার পক্ষ থেকে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন:  ব্লাড সুগার কমাবে বাসি রুটি? সঙ্গে খেতে হবে এই জিনিস, পুরনো রুটিতেই কীভাবে কমবে ওজন? বাড়বে হজম? জেনে নিন

সামনেই আসছে শারদ উৎসব, যাতে এই ধরনের চক্র সক্রিয় হতে না পারে তার জন্য আগেভাগেই সতর্ক প্রশাসন। তবে সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার ক্ষেত্রে এ ধরনের বিপদ থেকে বাঁচতে, সতর্ক থাকার বিষয়টিও জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

Rudra Narayan Roy