স্কুলে কিউআর কোড এ ছাত্রছাত্রীরা

North 24 Parganas News: বসিরহাটের গ্রামে ‘স্মার্ট স্কুল’, আধুনিক ব্যবস্থা হার মানাবে শহরকেও

বসিরহাট: বসিরহাটের গ্রামের স্কুলে অ্যাটেনডেন্সে কিউ আর কোড। স্কুলেই দেখা মিলছে ছাত্র-ছাত্রীর পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের স্বয়ংক্রিয় অ্যাটেনডেন্স পদ্ধতি। আবার স্কুলে ছাত্রছাত্রীদের শ্রেণী কক্ষে দেওয়া হোমওয়ার্ক, নোটিশ পৌঁছে যাবে অবিভাবকের মোবাইলে। তবে এমন অভিনব উদ্যোগ কলকাতা কিংবা কোন শহরের বেসরকারি স্কুল নয়। বসিরহাটের গ্রামের সরকারি স্কুলের ব্যবস্থাপনায় তাক লেগে যাবে।

শিক্ষাকেন্দ্রের আধুনিক পরিকাঠামো, সাজসজ্জায় টেক্কা দিতে পারে শহরের নামী শিক্ষা প্রতিষ্ঠানকে। রাজ্যের একাধিক স্কুলে যখন শিক্ষক-শিক্ষিকার অভাবের পাশাপাশি কখনও স্কুলের প্যালেস্তারা খসে পড়া, সহ একাধিক দুরবস্থার কথা সামনে এসেছে। ঠিক সেসময় যেন পথ দেখাল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাটের বেলের ধান্যকুড়িয়া হাইস্কুল। স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় দুই হাজার, আর স্কুলের পরিকাঠামো রীতিমত টক্কর দেবে বেসরকারি হাইটেক শিক্ষাপ্রতিষ্ঠানকে। স্কুলের প্রধান শিক্ষক, সহ শিক্ষক সহ পরিচলন সমিতির উদ্যোগে স্কুলেকে রীতিমতো আধুনিক পরিকাঠামগত পদ্ধতিতে তৈরি করা হয়েছে।

স্কুলে ঢুকে ক্লাসরুমে প্রবেশ ও ছুটির সময় ডিজিটাল পরিচয় পত্র মেশিনের সামনে নিয়ে গেলেই স্মার্ট কার্ডের মাধ্যমে উপস্থিত গ্রহণ করা হয়। একইভাবে বাড়ি ফেরার সময় ওই মেশিনেই বাড়ি ফেরার বার্তা অভিভাবকের মোবাইল ফোনে মেসেজ পৌঁছাবে। কোন ছাত্রছাত্রী কিংবা শিক্ষক দেরীতে স্কুলে পৌঁছালেও তা সতর্ক বার্তা দেবে। এর ফলে ছেলে মেয়েদের স্কুলে পৌঁছানোর নিশ্চয়তা অপরদিকে বাড়ি ফেরার সম্পর্কেও জানতে পারবেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ India vs Sri Lanka: দলে একসঙ্গে ৪ বদল! শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে বড় চমক দেবেন গম্ভীর? জানুন বিস্তারিত

আবার স্কুলে শিক্ষকদের দেওয়া হোমওয়ার্ক, নোটিশ প্রতিদিন মোবাইলে দেখতে পারবেন অবিভাবকরা। প্রয়োজনে মোবাইল অ্যাপের মাধ্যমে স্কুলে ছুটির আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। স্কুলের এই উদ্যোগে খুশি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকরাও। শুধু ডিজিটাল অ্যাটেনডেন্স মেশিন নয়, এই স্কুল আর পাঁচটা সাধারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় অনেকটাই এগিয়ে। সব মিলে প্রত্যন্ত এলাকার গ্রামের এই স্কুলই যেন এবার পথ দেখাচ্ছে।

জুলফিকার মোল্যা