সাপের লড়াই

Snake: দুর্ধর্ষ এক লড়াই দেখল গোটা ডুয়ার্স! এমন লড়াই কেউ দেখেনি! ফল যা হল, শিউরে উঠবেন জেনে

জলপাইগুড়ি: এ কী কাণ্ড! জঙ্গলের ভিতর সর্প সংঘর্ষ! চাঞ্চল্যকর ঘটনায় উদ্বেগ এলাকা জুড়ে। মানুষের সঙ্গে নয়, সাপে সাপে সংঘাত। জঙ্গল লাগোয়া এলাকা গুলোয় মানুষের সঙ্গে বন্যপ্রাণীর কিংবা মানুষের সঙ্গে সাপের সংঘাতের খবর হামেশাই সংবাদের শিরোনাম উঠে আসে।

জানা গিয়েছে, ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন দক্ষিণ ধূপজোড়া বনবস্তি এলাকার কিং কোবরা সাপের সঙ্গে অজগরের লড়াই বাঁধে আচমকাই। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সূত্রের খবর, কিং কোবরা সাপের ছোবলে প্রথম থেকেই কাহিল হয়ে হয়ে পড়ে অজগর সাপটি।

আরও পড়ুন: এবার কি হারছে বিজেপি? বাংলাতেই বা কত আসন পাবে? ভোটের মাঝেই বিস্ফোরণ প্রশান্ত কিশোরের

যদিও এরপরেও বেশ কিছুক্ষণ ধরে কিং কোবরা অজগর সাপটিকে নিজের আয়ত্তে রেখে চুপ করে থাকে। অবশেষে সেই কিং কোবরা সাপকে উদ্ধার করে বন দফতর এবং পরিবেশ কর্মীরা। প্রাথমিক পর্যবেক্ষণের পর কিং কোবরাটিকে পুনরায় ছেড়ে দেওয়া হয় জঙ্গলে।

অন্যদিকে, আহত অজগর সাপটিকে চিকিৎসা করার জন্য নিয়ে যান বনকর্মীরা। এত বছরে এই প্রথম ডুয়ার্সে অজগর এবং কিং কোবরার লড়াই নজরে এল। শুধু তাই নয়, অজগরটি ছোট হলেও কিং কোবরা সাপটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট লম্বা ছিল। দুই ভয়ানক সাপের লড়াইয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।

— সুরজিৎ দে