Tag Archives: Snake Video

Cobra Snake viral video: মুখে গোখরো সাপ নিয়ে ভিডিও করছিলেন যুবক, ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা, দেখুন ভিডিও

অমরাবতী: তেলঙ্গানায় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বিখ্যাত হওয়ার জন্য মুখে গোখরো সাপ রেখে খেলা দেখাচ্ছিলেন যুবক। ভিডিওর চলাকালীনই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা।

ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার কামারেড্ডি জেলায়। ২০ বছর বয়সি যুবক শিবরাজ রাস্তার মাঝখানে একটি পূর্ণবয়স্ক কোবরার মাথা মুখে নিয়েছিলেন যুবক। যুবকের মুখে আটকা পড়ে গিয়ে ছটফট করছিল গোখরো সাপটি। তখনই প্রাণে বাঁচার জন্য কামড় বসিয়ে দেয় সেই সাপটি।

আরও পড়ুন: মুক্তির আগেই দাম ফাঁস! আইফোন ১৬ সিরিজের মডেল কিনতে কত খরচ হবে জানেন?

যুবকটি প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। তিনি তখনও হাতজোড় করে ক্যামেরার দিকে তাকিয়ে ছিল। সাপটিও ছটফট করছিল তখনই। এই অবস্থাতেই ভিডিওটি শেষ হয়ে যায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা।

আরও পড়ুন: কলকাতা শহরতলিতে মধুচক্রের হদিস! উদ্ধার গর্ভনিরোধক-সহ বিভিন্ন সামগ্রী, গ্রেফতার বহু

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর অনুযায়ী, মৃত যুবক এবং তার বাবা দুজনেই সাপ উদ্ধার করেন। তাঁরা সাপটিকে উদ্ধারও করেছিলেন, তারপরেই সেই যুবক তাঁর বাবাকে অনুরোধ করেন ভিডিও রেকর্ড করার জন্য। তারপরেই ঘটে গেল বিপত্তি। গোখরো সাপ চূড়ান্ত বিষাক্ত সাপগুলির মধ্যে একটি। সাপটি যখনই আটকা পড়ে বিপদ বুঝেছিল তখনই কামড় বসিয়ে দেয়। বিষের তীব্রতা এতটাই বেশি ছিল যে যুবককে আর বাঁচানো যায়নি বলেই দাবি।

Locked in a room full of snake: এক ঘর ফণা তোলা সাপ! তার মধ্যেই তালাবন্ধ ব্যক্তি, এ সব কী করছেন? দেখলে শিউরে উঠবেন

কলকাতা: সাপ দেখলে অনেকেরই বুক ধড়ফড় করে। তবে সম্প্রতি এক ব্যক্তিকে একঘর সাপের মাঝে অনায়াসে হেঁটে বেড়াতে দেখা গেল। হাতে তাঁর লাঠি। পায়ে কোনও চোট আছে তাঁর বোঝা যায়। ছোট্ট ঘরে লাঠি দিয়ে সাপ সরিয়ে সরিয়ে পথ করছিলেন তিনি। শুরুতে বসেছিলেন। সাপ কিলবিল করছিল তাঁর গায়ের কাছে। কোলের উপরও ছিল এক জোড়া সাপ। কয়েকজন তাঁকে ওই ঘরেই বন্ধ করে দিয়ে চলে গেলেন। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এত সাপের মাঝে কী ভাবে টিকে রইলেন সেই ব্যক্তি? তাঁকে ঘিরে জমছে বিস্ময়। লক্ষ লক্ষ ভিউ আর শেয়ার সেই ভিডিওর। দেখা যায়, বিষধর সাপেরা চারদিকে মাথা তুলে ফোঁস ফোঁস করছে সেই ঘরে। ব্যক্তি কোনও রকম জড়তা ছাড়াই সাপেদের গায়ে হাত দিচ্ছেন। হাত বুলিয়ে দিচ্ছেন ফণায়! আলগা চাপড়অ মারছেন। ঠিক যেন সাপগুলি তাঁর বহুদিনের চেনা পোষ্য! যে ব্যক্তি ভিডিও শেয়ার করেছেন তাঁর নাম আলি ঘোলামি। মন্তব্য উপচে পড়ছে তাঁর সাহসিকতার ভিডিওতে। সকলেই তাঁর সাপ ধরার দক্ষতার প্রশংসা করেছেন।

কিছু দিন আগেই আরও এক অবাক সর্পকাণ্ডের নমুনা সামনে এসেছিল। মধ্যপ্রদেশে এক কিং কোবরা ধরতে গিয়ে ছোবল খেয়েছিলেন এক যুবক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে এক সময় তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু সেই কিং কোবরা নিজেই মারা যায়। ঘটনায় শোরগোল ওঠে এলাকায়। এও কি সম্ভব! মানুষ বেঁচে গেল বিষে অথচ সাপটিই মরে গেল?

আরও পড়ুন- তরকারিতে ঘন ঘন চুল পাচ্ছেন? কিসের ইঙ্গিত জানেন? দেরি নয়, আজই ব্যবস্থা নিন!

কথায় আছে, কালো বিষধর সাপ কামড়ালে জল চাওয়ার সময়টুকুও পাওয়া যায় না। তার আগেই মৃত্যু হয় মানুষের। কিন্তু এই দুই ব্যক্তিই ভেল্কি দেখালেন সেই কালো বিষধর সাপেদের নিয়েই। একজন বিষ শরীরে যেতেও প্রাণে বেঁচে ফিরলেন। আর একজন খেলা করলেন এক ঘর মৃত্যুদূত নিয়ে।

Snake Viral Video: দুই সাপের শঙ্খ লাগা-র অর্থ কী জানেন? বিরল মিলন দৃশ্য দেখতে উপচে পড়ল মানুষের ভিড়! জানালেন বিশেষজ্ঞ

বর্ধমান: আগে গ্রাম বাংলায় প্রায়ই দেখা যেত সাপের শঙ্খ লাগা। এখন নগরায়নের যুগে তা হারিয়ে যাওয়ার পথে। তারই মধ্যে দুটি সাপের ‘ শঙ্খ লাগা’ বা লড়াইয়ের দৃশ্য দেখা গেল বর্ধমানে। আচমকাই এই দৃশ্য দেখতে পেয়ে খুশি সকলে। অনেকেই একে সাপের মিলন দৃশ্য বলেন। সাপ বিশারদ ধীমান ভট্টাচার্য যদিও জানিয়েছেন, এটা এলাকা দখলের লড়াই। প্রধানত দাঁড়াশ সাপের মধ্যেই এই লড়াই হয়। এই প্রায় বিরল দৃশ্য দেখা গেল বর্ধমান শহর লাগোয়া হ্যাচারিমাঠ এলাকায়।

বৈকুন্ঠপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের অধীনে  হ্যাচারিমাঠ এলাকা। বছর দশ-পনেরো আগে এই এলাকাগুলি ছিল চাষযুক্ত জমিতে ভরা। ছিল জলা,  বন জঙ্গল, গাছ গাছালিতে ভরা। এখানে একসময় বিভিন্নধরনের পশুপাখি, সাপ, ব্যাঙ, প্রজাপতি, কীটপতঙ্গ দেখা মিলত। আধুনিকতার স্পর্শে সেই জায়গা এখন ইট পাথরের বাড়িঘরে ভর্তি। মানুষ তার বসবাসের জায়গা গড়ে তুলে সেইসব প্রাণীদের বাস্তুছাড়া করেছে।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

তবুও এই এলাকায় এখনও অনেক জমি জায়গা খালি পড়ে আছে। সেখানে মাঝেমধ্যে কিছু কিছু প্রাণীর দেখা মেলে।বর্ষাকালে রাতে ঝিঁঝিঁ পোকা, ব্যাঙের ডাক এখনও শোনা যায়। শেয়ালের ডাকও মাঝেমধ্যে কানে ভেসে আসে। এখানে রাতের দিকে বিভিন্ন প্রজাতির সাপের দেখাও মেলে।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

সোমবার এই এলাকাতেই দেখা মিলল সেই  বিরল দৃশ্য। দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হওয়ার পর হাল্কা একটু রোদ উঠতেই একটি ফাঁকা জমিতে পাড়ার লোকজন দেখতে পান দুটি সাপ নিজের মধ্যে জড়িয়ে জড়িয়ে উপরের দিকে উঠছে। প্রাচীণ ধারনা থেকে সকলেই মনে করেন সাপের শঙ্খ  লেগেছে। এটি বিরল দৃশ্য হলেও এই পাড়াতে এই সময় এই দৃশ্য মাঝেমাঝে দেখা মেলে।

স্থানীয় বাসিন্দা শুভেন্দু সাঁই জানান,  আজ এলাকায় এই দৃশ্য দেখা যায়। অনেকেই এই  অন্যরকমের দৃশ্যটি মোবাইলে ক্যামেরায় তুলে রাখেন। সর্প বিশেষজ্ঞ ধীমান ভট্টাচার্য জানান, এক্ষেত্রে দুটোই দাঁড়াশ সাপ। এটা তাদের মিলন নয়, এটা হয় এলাকা দখলের লড়াই কিংবা তাদের সঙ্গিনী দখলের লড়াই। দুটি পুরুষ দাঁড়াশ সাপের মধ্যে সাধারণত এই লড়াই হয়ে থাকে, যেটাকে আমাদের ভাষায় বলা হয় মেল কমবাট। বিষধর সাপের মধ্যেও এই লড়াই হয়। তবে বেশি চোখে পড়ে দাঁড়াশই।

Viral Video: এ কী দৃশ্য! সাপ টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছে শিশু, এই ভিডিও দেখলে চমকে উঠবেন

নয়া দিল্লি: সাপ দেখে ভয় পান না, এমন লোক খুব কমই আছেন। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও দেখে হতবাক সকলে। কারণ, ছোট্ট এক শিশু একটি সাপ টানতে টানতে নিয়ে আসছে। শিশুটির মধ্যে কোনও ভয় নেই। সাপের লেজ ধরে টানতে টানতে সে নিয়ে যাচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সাপকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এক শিশু। সামনে সেই সময়ে অনেকে বসেছিলেন। তাঁরা ওই দৃশ্য দেখে ভয়ে আঁতকে ওঠেন। অনেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু শিশুটির মনে সামান্য ভয়টুকু নেই। পরে এক মহিলা এসে শিশুটিকে সরিয়ে নিয়ে যায়। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও দেখেই হতবাক সকলে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে ভিডিওটি নিয়ে প্রচুর মন্তব্য এসেছে। অনেকে বলেছেন, ভিডিওটি মোটেও হাসির নয়। কারণ, সাপটি শিশুটির ক্ষতিও করতে পারত। অনেকে আবার জানিয়েছে, ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে, সাপটি বিষধর প্রজাতিরই কোনও সাপ। ফলে শিশুটির ক্ষতিরও সম্ভাবনা থাকত।

ভিডিওটি আদতে কোন এলাকার তা এখনও জানা যায়নি। তবে এই ভিডিও দেখে হতবাক সকলে। এই ঘটনার পরে কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে শিশুটি যেভাবে সাপকে দড়ির মতো টানটে টানতে নিয়ে গিয়েছে তা দেখে চোখ কপালে উঠে গিয়েছে সকলরেই।

আরও পড়ুন, নিমেষে ভাইরাল! বিশ্বে একটিমাত্র জায়গাতেই পাওয়া যায় এই বেগুনি মধু, জানুন কোথায়

আরও পড়ুন, বিয়েবাড়িতে আমন্ত্রিতদের দাবা খেলিয়ে অসহায়দের সাহায্য নবদম্পতির

সাপটি কোন প্রজাতির তা এখনও জানা যায়নি। ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও এক ধর্মীয় স্থলে সাপটিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই শিশু। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করা নেটিজেনদের অনেকে আবার এই শিশুটির মধ্যে ধর্মীয় যোগও খুঁজে পেয়েছেন।

Viral Video: ব্যক্তিকে ঘিরে ঝাঁকে ঝাঁকে সাপ, এই ভিডিও দেখলে আঁতকে উঠবেন

নয়া দিল্লি: এমন ভিডিও দেখলে যে কেউ ঘাবড়ে যাবেন। সাপ ভয় পান না, এমন মানুষ খুব কম রয়েছেন। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি একসঙ্গে শয়ে শয়ে বিষধর যদি দেখেন, তখন কেমন লাগবে। সম্প্রতি এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখে আঁতকে যাননি, এমন মানুষ খুব কম রয়েছেন।

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটি বস্তা নিয়ে রয়েছেন। সেই বস্তা কিছুক্ষণ পর তিনি নিচে ফেলে দেন। তার পরে সেই বস্তা থাকে ঝাঁকে ঝাঁকে সাপ বেরিয়ে আসতে থাকে। সবথেকে অবাক করার মতো বিষয় সাপগুলির মাঝে ওই ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। বিন্দুমাত্র ভয় ছিল না তাঁর চোখেমুখে। কিন্তু তাঁর মধ্যে ভয় নাই থাকতে পারে, কিন্তু এই ভিডিও দেখলে ভয় পাবেন না কিংবা আঁতকে উঠবেন না এমন মানুষ খুব রয়েছেন।

ভিডিওতে দেখা সাপগুলি কোন প্রজাতির তা এখনও জানা যায়নি। দেখা যাচ্ছে, বস্তা থেকে বেরিয়ে আশেপাশের জঙ্গলের দিকে সাপগুলি চলে যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by ?SNAKE WORLD? (@snake._.world)

সামনে একজন ভিডিও রেকর্ড করছে গোটা বিষয়টি নিয়ে। সেই ভিডিও ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। snake world নামে একটি পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।

আরও পড়ুন,  ফের নামছে তাপমাত্রা, একাধিক জায়গায় ফিরবে ভীষণ ঠান্ডা, রইল কলকাতার ওয়েদার আপডেট

আরও পড়ুন,  ‘তখনও দুজন বেঁচে ছিল’! ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন প্রত্যক্ষদর্শী, প্রশ্নের মুখে ‘চিনের’ তৈরি বিমানবন্দর

তবে সাপগুলি কেন ছাড়া হয়েছে জঙ্গলে তা এখনও স্পষ্ট নয়। ভিডিওতে থাকা ব্যক্তিটির নাম কিংবা পরিচয় কিছুই জানা যায়নি। কিন্তু তার কাণ্ড দেখে ভয় পাননি এমন মানুষ খুব কম রয়েছেন। ভিডিওটি দেখে নানারকম মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ তো ওই ব্যক্তিকে সাবধান থাকতেও বলেছেন।

শেষে কিনা জুতো চুরি করছে সাপ! এই ভিডিও দেখলে আপনিও চমকে যাবেন

#কলকাতা: জুতো চুরি করছে সাপ। শুনতে অবাক লাগলে বাস্তবে এমনটাই হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে যা দৃশ্য দেখা গিয়েছে, তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন সকলে। ভিডিওতে দেখা যাচ্ছে সাপ মুখে জুতো নিয়ে চলে যাচ্ছে। কোথা থেকে এই ভিডিওটি করা হয়েছে, তা এখনও জানা যায়নি। কিন্ত এই ভিডিও দেখে হাসির রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

ভিডিওতে দেখা সাপটি বিষধর কিনা জানা যায়নি। ২৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে রাস্তার একপাশ থেকে যাচ্ছিল সাপটি। তার পরে আচমকা রাস্তার পাশে থাকা একটা জুতো মুখে নিয়ে নেয়। এর পরে জুতোটা মুখে নিয়েই চলে যেতে থাকে সাপটি। এমন ভিডিও আগে কখনও কেউ দেখেননি। আর এই ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসির রোল।

আরও পড়ুন,  ‘কেজরিওয়ালকে খুনের ষড়যন্ত্র হচ্ছে!’ বিস্ফোরক অভিযোগ আপের, বিজেপি নেতার গ্রেফতারির দাবি চাইলেন সিসোদিয়া

নেটিজেনরা ভিডিওটি নিয়ে ট্রোল করছেন। তাঁদের মধ্যে একজন মন্তব্য করেন, সাপটা হয়তো ভেবেছিল কোনও শিকার ধরেছে। কিন্তু আদতে এটা একটা জুতো সেটা বুঝতে পারেনি। তবে সাপটি শেষ পর্যন্ত জুতোটা নিয়ে কী করল, তা এখনও জানা যায়নি। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন পেজ থেকে আপলোড করা হচ্ছে ভিডিওটি। সেই সঙ্গে প্রচুর লাইক এবং কমেন্ট আসছে ভিডিওটি নিয়ে।

আরও পড়ুন,  অতিরিক্ত শূন্যপদে বেআইনি নিয়োগে এবার নাম জড়াল ব্রাত্য বসুর

ভিডিওটি কোন এলাকার এখনও স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সতর্ক থাকতে বলেন বিষধরকে নিয়ে। কারণ সাপের ভিডিও করতে গিয়ে আগেও অনেক বিপদ হয়েছে। ফলে এসব ক্ষেত্রে সতর্ক থাকাই সবচেয়ে ভালো।

Viral Video: দানবাকৃতি সাপ জড়িয়ে ধরেছে আস্ত গাড়ি! দুর্বল হৃদয়দের জন্য নয় এই ভাইরাল ভিডিও

সাপ দেখলেই শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা স্রোত নেমে যায়। টিভির পর্দায় বিশালাকার অ্যানাকোন্ডার মানুষ গেলা দেখে অনেকেরই আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়। ফলে সাপ দেখলেই অনেকেই দে দৌড়! কিন্তু যদি বাস্তবেই দেখেন আস্ত মানুষ গিলে খাচ্ছে সাপ, অথবা বিশাল গাড়িকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে দানবাকার সাপ? এই ভাইরাল ভিডিওটি মোটেও দুর্বল মানুষদের জন্য নয়! ‘অ্যানাকোন্ডা’র কথা মনে করিয়ে দেবে এই বীভৎস দৃশ্য৷

ট্যুইটারে শেয়ার হওয়া ভিডিও ক্লিপটিতে দেখা গিয়েছে একজন ব্যক্তি একটি গাড়ির দিকে ইশারা করছেন। সেই গাড়িটিকে চারপাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরেছে একটি বিশাল সাপ রয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছে বিশালাকার ওই সাপের চাপে গাড়িটি অল্প অল্প দুলছে। দাঁড়ান, এখনই ভয় পাবেন না, অপেক্ষা করুন!

আরও পড়ুন- Viral: দুর্ঘটনায় মারা গিয়েছে মা, নিজের দুধ খাইয়ে বিড়াল ছানাকে বড় করছে মা সারমেয়!

ব্যাকগ্রাউন্ডে অনেকের চিৎকার শোনা গেলেও ভিডিও ক্লিপে সাপটিকে নড়তে দেখা যায় না। এক নেটিজেন উল্লেখ করেছেন সাপটি মোটেও জ্যান্ত নয়, এটি নকল। সাপের শরীরের প্যাটার্ন এবং এর রঙের কারণে তাঁর মনে হয়েছে সাপটি সত্যিকারের নয়। পোস্ট হওয়ার পর থেকেই ভিডিওটি ট্যুইটারে ২ মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছেন।

“ভাল প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছেন,” বলেন সেই নেটিজেন যিনি ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনিই প্রথম সাপটিকে ‘নকল’ বলে বুঝতে পারেন৷ ভিডিওটিকে ঘিরে নেটিজেনদের উৎসাহের অন্ত নেই।

একজন লিখেছেন, তাঁর ছয় বছরের ছেলে ভিডিওটি লুপে দেখছে। এর পরে শিশুটি প্রশ্ন করে, এত বড় হওয়ার জন্য সাপটা কী খায়? তিমি মাছ?”

আরও পড়ুন- “যারা ডিপি বদলাতে বলছে তাদেরই সংগঠন RSS কেন জাতীয় পতাকা তোলেনা,” প্রশ্ন রাহুলের

আরেকজন আবার প্রতিজ্ঞা করেছেন, এই বিশাল সাপের ধারেকাছেও যাবেন না তিনি। তবে অধিকাংশই মনে করেছেন সাপটি নকল, তাই ভিডিওটিও অবশ্যই বাস্তব নয়।

ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট স্নোপসের মতে, ভিডিওতে দেখা সাপটি আসল নয়। ওয়েবসাইটটির দাবি, সাপটি চিনের একটি চিড়িয়াখানার একটি তাক লাগানো শিল্প স্থাপনা।

ভিডিওটি চিনের ঝেজিয়াং প্রদেশের ঝোংনান বাইকাও গার্ডেন চিড়িয়াখানা ও বিনোদন পার্কে তোলা হয়েছে। NatureLife_Ok নামের একটি ইনস্টাগ্রাম পেজ অন্য দৃষ্টিকোণ থেকে এই ইনস্টলেশনের একটি ভিডিও শেয়ার করেছে। তাতে বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাপটি আসল নয়, নিছক একটি ইনস্টলেশন। ওই ভিডিও ক্লিপে, দৈত্যাকার ডিমের ইনস্টলেশনেও দেখা গিয়েছে।

সন্তানদের বাঁচাতে দশ ফুট সাপের সঙ্গে লড়াই কাঠঠোকরার, দেখুন ভাইরাল ভিডিও

#পেরু: একটি ভয়ানক ভিডিও সম্প্রতি সামনে এসেছে৷ ঘটনাটি ঘটেছিল পেরুতে৷ আজ থেকে ১১ বছর আগে এই ঘটনাটির ভিডিও করা হয়েছিল৷ সেটিই নতুন করে ভাইরাল হয়েছে৷ ভারতীয় বনদপ্তরের আধিকারিক সুশান্ত নন্দা এই ভিডিওটি শেয়ার করার পরেই নতুন করে ইন্টারনেটে ভাইরাল হয়েছে৷ সেটিতে দেখা যাচ্ছে কাঠঠোকরা প্রাণপণে বাঁচাতে চেষ্টা করছে গাছের কোটরে রাখা ডিমগুলি৷

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ২০০৯ সালে ইজরায়েলের পর্যটক আসফ আদমনি পেরুতে ছুটি কাটাতে গিয়ে এই ভিডিওটি তুলেছিলেন৷ ইউটিউবে এই ভিডিওটি প্রায় ৮০ লক্ষ ভিউ হয়৷