শোভাযাত্রা

Sodepur Club: খেলাধুলো থেকে বাংলা সংস্কৃতির লালনপালনে উৎসাহ জোগানো সোদপুর ক্লাবের শতবর্ষ উদযাপন পয়লা বৈশাখে

বাংলা নববর্ষের প্রথম দিন ঐতিহ্যবাহী সোদপুর ক্লাবের শতবর্ষ উদযাপন ঘিরে কয়েক হাজার মানুষের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা দেখল রাজপথের মানুষজন
বাংলা নববর্ষের প্রথম দিন ঐতিহ্যবাহী সোদপুর ক্লাবের শতবর্ষ উদযাপন ঘিরে কয়েক হাজার মানুষের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা দেখল রাজপথের মানুষজন
এদিনের শোভাযাত্রায় এলাকার প্রবীণ সদস্য থেকে শুরু করে, মহিলারা এমনকি খুদে শিশুদেরও পা মেলাতে দেখা যায়, খুদে খেলোয়াড়দের এই স্বতঃস্ফূর্ততা দেখে যোগ দেন অভিভাবকরাও।
এদিনের শোভাযাত্রায় এলাকার প্রবীণ সদস্য থেকে শুরু করে, মহিলারা এমনকি খুদে শিশুদেরও পা মেলাতে দেখা যায়, খুদে খেলোয়াড়দের এই স্বতঃস্ফূর্ততা দেখে যোগ দেন অভিভাবকরাও।

দীর্ঘ বছর ধরে সুনামের সঙ্গে এই ক্লাব ক্রীড়া ক্ষেত্রে বিশেষ নজির সৃষ্টি করেছে জেলায়। জাতীয় আন্তর্জাতিক স্তরেও বহু খেতাব এসেছে ক্লাবের স্বনামধন্য প্লেয়ারদের হাত ধরে

এদিন সোদপুর ক্লাবে প্রশিক্ষণ প্রাপ্ত ক্রিকেটার, ফুটবল প্লেয়ার থেকে টেবিল টেনিস, ক্যারাটে প্রশিক্ষিতরাও। ক্লাব থেকে বেরিয়ে এলাকার বিভিন্ন রাস্তা সহ সোদপুর রোড হয়ে ক্লাব গ্রাউন্ডে শেষ হয় শোভাযাত্রা

বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য শোভাযাত্রায় ছিল ছৌ নাচ, মহিলা ঢাকি, রণ পা, আদিবাসী নৃত্য সহ আরও নানা আকর্ষণ। রাস্তার দু'পাশে মানুষ দাঁড়িয়ে, এমনকি উঁচু অট্টালিকার ব্যালকনি থেকেও দেখা গেলা উৎসাহী মানুষের শোভাযাত্রা দেখার ভিড়
বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য শোভাযাত্রায় ছিল ছৌ নাচ, মহিলা ঢাকি, রণ পা, আদিবাসী নৃত্য সহ আরও নানা আকর্ষণ। রাস্তার দু’পাশে মানুষ দাঁড়িয়ে, এমনকি উঁচু অট্টালিকার ব্যালকনি থেকেও দেখা গেলা উৎসাহী মানুষের শোভাযাত্রা দেখার ভিড়
এদিন ক্লাব প্রাঙ্গণে প্রবীণ সদস্য ও বিশেষ অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আগামী চার দিন নানা ক্রীড়া প্রদর্শনীর মধ্যে দিয়ে প্রথম পর্যায়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হবে বলেই জানা গিয়েছে
এদিন ক্লাব প্রাঙ্গণে প্রবীণ সদস্য ও বিশেষ অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আগামী চার দিন নানা ক্রীড়া প্রদর্শনীর মধ্যে দিয়ে প্রথম পর্যায়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হবে বলেই জানা গিয়েছে