নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: প্রতি বছর বৈশাখের শেষ সপ্তাহে কৌতলার শীতলা মন্দিরে ভিড় জমান স্থানীয়রা। স্থানীয়দের বিশ্বাস এই মন্দির খুবই জাগ্রত। প্রচীন এই মন্দিরকে ঘিরে ছড়িয়ে রয়েছে অনেক গল্পকথা।এই মন্দির আগে জঙ্গলের মধ্যে ছিল বলে দাবি মন্দিরের সেবায়েত রনজিৎ চক্রবর্তীর। পরে জমিদারি আমলে মন্দিরের জায়গা হস্তান্তিরত হয় বর্তমান সেবায়েতদের কাছে। বর্তমানে মন্দিরটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। বৈশাখের শেষ সপ্তাহে এই উপলক্ষে তিন দিন ধরে চলে মেলা।
এবছর শতাধিক দোকান ও প্রায় পাঁচ হাজার পুণ্যার্থী এখানে এসেছেন। বর্তমানে এই মন্দিরের পরিচিতি ছড়িয়েছে জেলার অন্যান্য জায়গাতেও।সেজন্য আগের থেকে এখন অনেক বেশি মানুষজন এখানে আসেন। তিনদিন ধরে ভক্তরা তাঁদের পুজোর উপকরণ সাজিয়ে রেখে যান। পরে সেগুলি পুজো দিয়ে ভক্তদের মধ্যে বিলি করা হয়।
আরও পড়ুন : ঘি খেলে ওজন কমে নাকি বাড়ে? কীভাবে ঘি খেলে কমবে ব্লাড সুগার? জানুন সুস্থ থাকতে রোজ কতটা ঘি খেতে পারবেন
এভাবেই বছরের পর বছর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে চলছে এই পুজো। পুরানো মন্দিরটির জায়গায় বর্তমানে নতুন মন্দির করা হয়েছে। যেখানে অনেক লোক আসেন সারা বছর ধরেই। তবে বছরের এই কিছু দিন বেশি লোক আসেন সেখানে। এই উপলক্ষে সেখানে মেলাও বসে। আপনিও সময় পেলে ঘুরে আসুন এখান থেকে।