বিস্ফোরণ হয়ে যাওয়ার পর পরে রয়েছে বোমার টুকরো  

Bomb Inside School: হেডমাস্টার মশায়ের ঘরে বল রাখা! হাতে নিয়ে পড়ুয়া দেখল বল নয় বোমা, তারপর

দক্ষিণ ২৪ পরগনা : বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী, ছিটিয়ে রয়েছে রক্ত, ছড়িয়ে রয়েছে বিস্ফোরণ হয়ে যাওয়ার পর বোমার টুকরো দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত চুনুঘাটা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়ায় এলাকায়। সুব্রত সর্দার নামে সপ্তম শ্রেণীর এক ছাত্র ওই এলাকার চুনঘাটা প্রাথমিক বিদ্যালয় -র প্রধান শিক্ষকের ঘর থেকে একটি বোমা পায়।

প্রথমে বল ভেবে প্রধান শিক্ষকের ঘর থেকে ওই বোমাটিকে ওই ছাত্র বাইরে নিয়ে আসে। তারপর ওই ছাত্রটি যখন বুঝতে পারে সেটি বোমা তখন সেটিকে অন্য একটি পরিত্যাক্ত ঘরের মধ্যে নিয়ে যায় সুব্রত সর্দার ও তাঁর এক বন্ধু। সেই বোমাটি ফেটে যায় ।

আরও পড়ুন – Calcium In Fruits: বুনো ফল, তারওপর আবার নেশার জিনিস, নাক সিঁটকোন, হাড় মুড়মুড়িয়ে ভেঙে চুরমার হয়ে যাবে, ক্যালসিয়ামের খনি এই ফল, হাড় হবে স্ট্রং এইভাবে খান এই ফল

ঘটনায় সুব্রত সর্দারের দুটো হাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর পরিবারের লোকেরা আহত অবস্থায় তাকে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কিছুক্ষণ চিকিৎসা করার পর তাকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালের স্থানান্তরিত করা হয়।

বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, ওই ছাত্র। শুধু  হাতে নয় তাঁর বুকে সহ শরীরের বিভিন্ন জায়গায় বোমার আঘাত লেগেছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিদ্যালয়ের মধ্যে কীভাবে এল এই বোমা তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

Suman Saha