নিরাপত্তা খতিয়ে দেখছে পুলিশ

North 24 Parganas News: সীমান্তের হাসপাতালে এবার বিশেষ নিরাপত্তার ব্যবস্থা, বদলাবে পরিস্থিতি!

উত্তর ২৪ পরগনা: আরজি কর কাণ্ডের পর রাজ্যের প্রত্যেকটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জেলার পুলিশ সুপার ও কমিশনারদের। এবার তাই সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে ২৪ ঘণ্টার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা করল জেলা প্রশাসন। দ্বিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করার কথা জানানো হয়েছে বনগাঁ পুলিশ জেলার তরফে।

আরও পড়ুন:  বিপদসীমার উপরে বইছে ইছামতি কালিন্দি! আতঙ্কে নদী পাড়ের মানুষ

বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার রীতিমত সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, এমনিতেই হাসপাতাল চত্বরে সিসিটিভি ছিল আগেই। আরও অতিরিক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা চিহ্নিত করে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি হাসপাতালে রয়েছে প্রাইভেট সিকিউরিটি, তাদের উপরও বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং তাদের ডিপ্লয়মেন্টের দায়িত্ব থাকবে পুলিশের হাতে বলেও জানা গিয়েছে। তিনি আরও জানান, হাসপাতলে মহিলা কর্মীদের সংখ্যা প্রায় ২০২। তাদের নিরাপত্তায় থাকছে পুলিশের আরটি গাড়ি ও রক্ষক বাহিনীর একজন। হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় ১৬ জন পুলিশের কনস্টেবল তিনটে শিফটে থাকবে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার আকাশ দখল! বিশ্বকর্মা পুজোয় অভিনব প্রতিবাদ

রাতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য ইন্সপেক্টর মর্যাদার দুজন অফিসার থাকবে হাসপাতালে বলেও জানানো হয়েছে। এই গোটা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবার জন্য এসডিও বনগাঁ কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে যাতে হাসপাতালে কোনরকম নিরাপত্তার ব্যাঘাত না ঘটে সেদিকে বিশেষ নজর রাখতে চলেছে জেলা প্রশাসন। যদিও পুলিশের এই তৎপরতায় খুশি চিকিৎসক থেকে নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও। রোগী ও রোগীর পরিজনরাও প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Rudra Narayan Roy