ভোট দেওয়ার অন‍্য ছবি! বাড়ি বসে ভোট দিতে মন চায় না, বিশেষভাবে সক্ষম হয়েও বুথে পৌঁছলেন অনিল

Lok Sabha Election 2024: ভোট দেওয়ার অন‍্য ছবি! বাড়ি বসে ভোট দিতে মন চায় না, বিশেষভাবে সক্ষম হয়েও বুথে পৌঁছলেন অনিল

পশ্চিম বর্ধমান : চতুর্থ দফায় সকাল থেকে আসানসোলে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের ভোটদান পর্ব। সকাল ৭ টার আগে থেকেই ভোটারদের লাইনে অপেক্ষা করতে দেখা গিয়েছে।

আর এই ভোট পর্বে ধরা পড়েছে নানান ছবি। ভোট দিয়েছেন আসানসোল লোকসভা কেন্দ্রের হেভিওয়েট প্রার্থীরা। কিন্তু তার মধ্যেই ধরা পড়েছে অন্য ছবি। যার কাছে ভোট যেন বড় উৎসব।

আরও পড়ুন: YouTube-ভিডিও থেকে কত টাকা আয় হয়? ১ মিলিয়ন ভিউজ হলে কত রোজগার হয়? ৯৯% লোকজনই জানেন না

বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বাড়িতে বসে ভোটদানের ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু বাড়িতে বসে ভোট দেওয়ার সেই মজা নেই, তাই বিশেষভাবে সক্ষম হয়েও তাই বুথে গিয়েই সোমবার সকাল সকাল ভোট দিলেন অনিল কুমার সিং। বিশেষ গাড়িতে চেপে তিনি পৌঁছে গিয়েছিলেন ভোটকেন্দ্রে। সেখানে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি।

অনিল কুমার সিং বলছেন, এখন তিনি এই বিশেষ গাড়িটি পেয়েছেন ইসকো কর্তৃপক্ষের তরফ থেকে। কিন্তু আগে তিনি এই বিশেষ গাড়ি ছাড়া ভোট দিতে যেতেন। তার পায়ে সমস্যা রয়েছে। কিন্তু বয়স বেশি নয়। তাছাড়াও বাড়িতে বসে ভোট দেওয়ার মজা নেই বলেই মনে করেন তিনি। সে কারণেই তিনি ভোটের সময় ছুটে যান বুথে ভোট দিতে।

আরও পড়ুন: অনিয়মিত পিরিয়ড, ক্র‍্যাম্প, অসহ‍্য যন্ত্রণা? মহৌষধের মতো কাজ করবে এই ‘চা’! বাড়তি পাওনা-কমবে ওজন

তিনি আরও জানিয়েছেন, তার বাবার ৯০ বছরের বেশি বয়স হয়েছিল। তিনি বাড়িতে বসে ভোট দিতেন। দু’বছর আগে তিনি মারা যান। কিন্তু সে সময় যখন ভোট কর্মীরা বাড়িতে ভোটগ্রহণের জন্য যেতেন, তখনও তিনি বুথে এসেই ভোট দিতেন। ভোটের দিন সকাল সকাল তিনি বেরিয়ে পড়েন ভোট উৎসবে আনন্দের শামিল হতে। ভোট উৎসবের আমেজ গায়ে মেখে ভোট দেন তিনি। তারপর লক্ষ্য রাখেন এলাকায় কি হচ্ছে, না হচ্ছে সেইসব ঘটনার দিকে।

নয়ন ঘোষ