গোলাপ ফুল চাষ

Money Making Tips: এই মরশুমে করুন গোলাপ চাষ! মুঠো মুঠো টাকা ঢুকবে ঘরে

কোচবিহার: বর্ষার এই মরশুমে কৃষকেরা কোন চাষাবাদ করবেন ভেবে উঠতে পারেন না। তবে এই সময় যেই ফসল চাষ করুন না কেন। তাতে জল সেচের পরিমাণ কিন্তু লাগবে অনেকটাই কম। ফলে এই সময় বেশি জলসেচ প্রয়োজন এমন চাষ করা অনেকটাই লাভজনক।

বর্ষার এই মরশুমে অন্যান্য ধারাবাহিক চাষাবাদের পাশাপাশি এই ফুলের চাষ করা লাভজনক। গোলাপ ফুলের চারা বর্ষার এই মরশুমে রোপন করা হলে। অধিক জল সেচ দেওয়ার প্রয়োজন পড়ে না। এছাড়া তিন মাসের মধ্যেই গাছ ফুল দিতে শুরু করে পর্যাপ্ত পরিমাণে। ফলে ফুল বিক্রি করে মুনাফা আসতে শুরু করে ঘরে।

আরও পড়ুন: প্রতিবছর লাভ হবে হাজার হাজার টাকা! চিনে নিন এই লটকন ফল

কোচবিহারের এক কৃষক দুলাল সরকার জানান, “তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের চাষাবাদের সঙ্গে যুক্ত। তবে চলতি বছরের বর্ষার এই মরশুমে তিনি গোলাপ ফুলের চাষ করেছেন। এই ফুল চাষ করতে দুই বিঘা জমিতে আনুমানিক তাঁর খরচ হয়েছে ছয় থেকে সাত লক্ষ টাকা। তবে তিনি মুনাফা অর্জন করতে পারবেন খরচের দ্বিগুণ। ফলে অনেকটাই বেশি লাভ থাকবে তাঁর কাছে। এই চাষ করতে প্রয়োজন পর্যাপ্ত সার ও কীটনাশক। কারণ গাছের পুষ্টির জন্য সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলেই গাছ ভালো পরিমান ফুল দিতে পারবে। এছাড়া ফুল এবং গাছের ক্ষেত্রে রোগ পোকার আক্রমণ রোধ করতে কীটনাশক অত্যন্ত প্রয়োজনীয়।”

আরও পড়ুন: ৫ অক্টোবর থেকে উঠে যাচ্ছে ‘Arogya Plus Policy’, আপনি কিনেছেন? পলিসি হোল্ডারদের কী হবে

তিনি আরোও জানান, “বর্তমানের এই সময়ে যেখানে বেশিরভাগ কৃষক ধারাবাহিক চাষাবাদে মগ্ন হয়ে থাকেন। তাঁদের জন্য অধিক মুনাফা অর্জনের রাস্তা হল এই বিশেষ কিছু চাষাবাদ। খরচের ঝুঁকি থাকলেও, লাভ কিন্তু একেবারেই সুনিশ্চিত। সারা বছর বাজারের গোলাপ ফুল এক একটি পিস পাইকারি বিক্রি হয় ৬ থেকে ৭ টাকা দামে। বিশেষ কিছু অনুষ্ঠানের মরশুমে এই ফুলের দাম হয়ে দাঁড়ায় ৩০-৪০ টাকা পর্যন্ত। ফলে এই ফুলের চাহিদা বাজারে রয়েছে কম বেশি সবসময়। তাই এই ফুল বিক্রি করে অধিক মুনাফা সহজে অর্জন করা সম্ভব।”

তাই কৃষকদের উচিত ধারাবাহিক চাষের পাশাপাশি এই ধরনের ফুল চাষ করা। তাহলে কৃষি ক্ষেত্রে কৃষকদের জন্য আয়ের নতুন দিশা খুলে যাবে অনেকটাই।

Sarthak Pandit