স্কুল প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীরা

South 24 Parganas News: পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে ছাত্রসমাজ, মূলস্রোতে ফিরিয়ে আনতে উঠছে দাবি 

দক্ষিণ ২৪ পরগনা: পড়াশোনার প্রতি ধীরে ধীরে আগ্রহ হারাচ্ছে ছাত্রসমাজ। আর সেজন্য তাদের মূলস্রোতে ফিরিয়ে আনার দাবি তুলেছেন শিক্ষাবিদরা। এই কাজ এখন না করা হলে ভবিষ্যতে সমস্যা আরও বাড়বে। এ নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ চন্দন কুমার মাইতি জানিয়েছেন, “বর্তমানে স্কুলগুলি ঠিক ঠাক চললেও কলেজ, বিশ্ববিদ্যালয় ফাঁকা হয়ে যাচ্ছে। প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ আসনে ছাত্র-ছাত্রী মিলছে না। ছেলে-মেয়েগুলি পরিযায়ী শ্রমিক না হয় অন্য কাজে চলে যাচ্ছে‌। স্কুলেও অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে ধীরে ধীরে‌। ছাত্র-ছাত্রীদের স্কুলমুখি করতে সরকারের পক্ষ থেকে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন:  বাঘের সঙ্গে বাড়ছে কুমিরের সংখ্যাও! খুশির খবর বাদাবনে

অনেক স্কিম তৈরি করা হয়েছে। উৎসাহভাতা পাচ্ছে। এতকিছুর পরেও পড়াশোনা গুরুত্ব দিচ্ছেনা‌ ছাত্র-ছাত্রীরা। এর প্রধান কারণ মোবাইল, এ ছাড়াও আজেবাজে নেশায় আসক্ত হয়ে পড়ছে অনেকে।ধীরে ধীরে অলস হয়ে যাচ্ছে যুব সমাজ। খেলা ধূলা করছে না। অনেক সময় তাদের বাবা-মায়েরাও বিরক্ত হয়ে আশা ছেড়ে দিচ্ছেন। আগে যেখানে ৯০ শতাংশ উপস্থিতির হার থাকত এখন সেগুলি এসে দাঁড়িয়েছে ৭০ অথবা ৬০ শতাংশে। তার থেকেও কম উপস্থিতির হার দেখা যাচ্ছে মাঝে মধ্যে।এই অবস্থার পরিবর্তন করতে হলে সরকারের উচিৎ পড়াশোনা শেষ করার পর চাকরীমুখি কোর্স করানো, কিংবা কর্মসংস্থানে নজর দেওয়া। ছেলেমেয়েদের মূল্যবোধের শিক্ষা দিতে সিলেবাসের পরিবর্তন করে ছাত্র-ছাত্রীদের মূলধারায় ফেরানো।” এই সমস্ত কিছু এখনই করা না গেলে ভবিষ্যতে আরও সমস্যা বাড়বে বলে মনে করছেন অনেকেই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নবাব মল্লিক